রেকর্ড কর্নার এক ম্যাচেই



পরশু স্ট্যামফোর্ড ব্রিজে গোলবন্যার ম্যাচে হলো রেকর্ডবন্যাও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৮-০ গোলের জয়টা প্রিমিয়ার লিগের ইতিহাসে চেলসির সবচেয়ে বড় দুটি জয়ের একটি।
৮ গোলের লজ্জায় ডোবা অ্যাস্টন ভিলার এই হার প্রিমিয়ার লিগে তো বটেই, ক্লাবটির ১৩৮ বছরের ইতিহাসেই সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। পরশুর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে ভিলার সবচেয়ে বড় হারটি ছিল ৭-০ গোলে। পাঁচবার এই ব্যবধানে হেরেছিল বার্মিংহামের ক্লাবটি, যার সর্বশেষটি ১৯৬৪ সালে। লিগের বাইরে ভিলার বড় হারটি ৮-১ গোলের (ব্ল্যাকবার্ন রোভার্স, এফএ কাপ, ১৮৮৯)। পরশু রেকর্ড হয়েছে আরেকটি, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এই প্রথম এক ম্যাচে কোনো দলের সাতজন গোল করলেন। ১৯৮৯ সালে লিভারপুলের আট খেলোয়াড় গোল করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলকে জিতিয়েছিলেন ৯-০ গোলে। ইংলিশ ফুটবলে ওটাই রেকর্ড।

No comments

Powered by Blogger.