নেপালে কারাগারে সুড়ঙ্গ তৈরি করে পালিয়েছে ১২ কয়েদি
নেপালের একটি কারাগার থেকে সুড়ঙ্গ তৈরি করে ১২ কয়েদি পালিয়েছে। এসব কয়েদির মধ্যে নেপালি ছাড়াও ভারতীয় ও বাংলাদেশি নাগরিকও রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানসারি জেলার ঝুমকা এলাকায় অবস্থিত কারাগারে এ ঘটনা ঘটে। পরের দিন শুক্রবার সকালে কয়েদিদের হাজিরা নেওয়ার সময় বিষয়টি জানাজানি হয়।
পুলিশ কর্মকর্তা ছত্র কারকি জানান, কারাগার থেকে কয়েদিরা পালাতে ৪০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করেছিল। হাতের কাছে যেসব যন্ত্রপাতি পেয়েছে তা দিয়েই কয়েদিরা সুড়ঙ্গ তৈরি করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পালিয়ে যাওয়া কয়েদিদের গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে কমপক্ষে পাঁচজন ভারতীয় নাগরিক। বাকিরা নেপালি ও বাংলাদেশি নাগরিক। কারাগার থেকে ভারত সীমান্তের দূরত্ব ৩০ কিলোমিটারের মতো। এ কারণে ধারণা করা হচ্ছে, কয়েদিদের কয়েকজন ভারতে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কয়েদিরা জালিয়াতি, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস, এপি।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে কমপক্ষে পাঁচজন ভারতীয় নাগরিক। বাকিরা নেপালি ও বাংলাদেশি নাগরিক। কারাগার থেকে ভারত সীমান্তের দূরত্ব ৩০ কিলোমিটারের মতো। এ কারণে ধারণা করা হচ্ছে, কয়েদিদের কয়েকজন ভারতে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কয়েদিরা জালিয়াতি, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস, এপি।
No comments