সত্যিকারের সবজান্তা- পাখি

 পেঁচা চোখের মণি নাড়াতে পারে না।
 পেঁচার দাঁত নেই।


 হামিংবার্ড পাখির ডিম এতটাই ছোট যে একটি পয়সার ওপর অনায়াসে তিনটি ডিমের জায়গা হয়ে যায়।
 শব্দ অনুকরণ করতে সক্ষম টিয়া পাখির ভোকাল কর্ড নেই।
 হামিংবার্ড পাখির ঘ্রাণক্ষমতা নেই।
 বাদুড় সব সময় ঘর থেকে বের হয়ে বাঁ দিকে ফিরে যাত্রা শুরু করে।
 স্তন্যপায়ীদের মাঝে শুধু বাদুড়ই উড়তে পারে।
 ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে, তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয়।
 উটপাখির গড় আয়ু মানুষের মতোই, ৬০ বছর।
 পাখিরা ঘামে না; তাদের ঘর্মগ্রন্থি নেই।
 সবচেয়ে বড় ডিম পাড়ে কিউই পাখি, ডিমগুলো আকারে এর এক-তৃতীয়াংশ।
ওয়েবসাইট অবলম্বনে
নাদিরা মুসতারী

No comments

Powered by Blogger.