পেন্টাগনের অভিযোগ-যুক্তরাষ্ট্রের ড্রোন লক্ষ্য করে গুলি করেছে ইরান
আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান (ড্রোন) লক্ষ্য করে ইরানি জঙ্গিবিমান থেকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। গত ১ নভেম্বর এ ঘটনা ঘটে। তবে গুলি ড্রোনের গায়ে লাগেনি। আন্তর্জাতিক সীমানায় এটি ছিল মার্কিন ড্রোনের ওপর ইরানের প্রথম কোনো হামলার চেষ্টা।
গত বৃহস্পতিবার পেন্টাগন দাবি করে, ইরানি উপকূল থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরের আকাশে রুটিনমাফিক টহলে থাকা অবস্থায় ড্রোনটি লক্ষ্য করে অন্তত দুই বার গুলি ছোড়া হয়। সকাল ৮টা ৫০ মিনিটে দুটি ইরানি এসইউ-২৫ 'ফ্রগফুট' বিমান থেকে ওই গুলি ছোড়া হয়। এ বিষয়ে কূটনৈতিক সূত্রের মাধ্যমে ইরানকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, 'অন্তত দুই বার গুলি ছোড়া হয়, দুই বারই তা ড্রোনটির পাশ কেটে বেরিয়ে যায়।' তাঁর ভাষ্য মতে, 'ড্রোনটি কখনোই ইরানের সীমানায় ঢোকেনি।' তবে এ বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। সূত্র : এএফপি।
পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, 'অন্তত দুই বার গুলি ছোড়া হয়, দুই বারই তা ড্রোনটির পাশ কেটে বেরিয়ে যায়।' তাঁর ভাষ্য মতে, 'ড্রোনটি কখনোই ইরানের সীমানায় ঢোকেনি।' তবে এ বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। সূত্র : এএফপি।
No comments