বাংলা ভাইয়ের দুই সহযোগী আটক

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রয়াত দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার পলাশী গ্রামের মনজুর রহমান (৩৬) ও কালুপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে জুতা মন্টু (৫০)।
র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, বাংলা ভাইয়ের সহযোগীরা আবার এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার হামিরকুত্সা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাজারের নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁদের আটক করা হয়।
র‌্যাবের দাবি, আটক দুই ব্যক্তি জেএমবির তালিকাভুক্ত সদস্য ও বাংলা ভাইয়ের সহযোগী। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনও এর সত্যতা নিশ্চিত করেছেন।
আটক মনজুর ও মোস্তাফিজুরের পরিবারের সদস্যদের দাবি, তাঁরা জেএমবির সদস্য নন। তাঁদের বিরুদ্ধে মামলা থাকলেও তাঁরা জামিনে আছেন।

No comments

Powered by Blogger.