এ জয় অভিবাসীদের by মুসতাক আহমেদ
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ জয় শান্তির পক্ষে, এ জয় অভিবাসীদের। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই কৃষ্ণাঙ্গ নেতা। অন্যদিকে মিট রমনির গালভরা রাজনৈতিক আশ্বাস, বৈদেশিক নীতি, সামরিক নীতি মুখ থুবড়ে পড়েছে।
বারাক ওবামার এ জয়ের মধ্য দিয়ে আমেরিকার জনগণ আবারও রায় দিলেন বিশ্বশান্তির পক্ষে। আমেরিকার জনগণ প্রমাণ করলেন, তারা যুদ্ধবাদী আর সন্ত্রাসবাদীদের আমেরিকার শাসক হিসেবে ক্ষমতায় দেখতে চান না। এদিক দিয়ে বারাক ওবামার বৈদেশিক নীতি, বিশ্বশান্তির পক্ষের সিদ্ধান্তগুলো নির্বাচনী প্রচারে কাজে লেগেছে। গত কয়েক বছর ধরে আমেরিকান কট্টরপন্থিরা বারাক ওবামাকে হুমকি দিয়ে আসছিল বিভিন্ন দেশে সামরিক অভিযান জোরদার করার জন্য। কিন্তু ওবামা তাদের কথায় কর্ণপাত না করে ঝুঁকি নিয়েছেন। ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে দিয়ে অন্যান্য দেশ থেকেও ক্রমান্বয়ে সেনা প্রত্যাহার করার ঘোষণাও বারাক ওবামা দিয়েছেন। এতে দেখা যাচ্ছে, বারাক ওবামা বিশ্বশান্তির একনায়কে পরিণত হয়েছে। এতে আমেরিকায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অভিবাসীরা একচেটিয়া ওবামাকে সমর্থন দিয়েছেন। আবার তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ব্যাপারে ওবামার নীতি তাকে এই নির্বাচনে জয়ী হতে সরাসরি ভূমিকা রেখেছে। কারণ, এসব দেশের প্রচুর জনগণ আমেরিকায় অভিবাসী হিসেবে ভোট প্রদানের মাধ্যমে ওবামাকে বেছে নিয়েছেন। বিভিন্ন দেশে আমেরিকায় ইমিগ্রেশন ব্যবস্থায় ওবামার নীতি এই নির্বাচনে তাকে জয়ী করতে কম সহায়তা করেনি। আমেরিকার অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের কাছে ওবামা একটি অনুসরণীয় চরিত্র। সর্বোপরি এই জয়ের মাধ্যমে আমেরিকার রাজনীতি কৃষ্ণাঙ্গনির্ভর হয়ে পড়ল। নেতৃত্বে আবারও কৃষ্ণাঙ্গরা। আমরা চাইব, ওবামার এ জয় প্রকৃতপক্ষেই শান্তি ও অভিবাসীদের জন্য
ফলপ্রসূ হোক।
য় শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফলপ্রসূ হোক।
য় শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
No comments