বধূনির্যাতনের অভিযোগ আনলেন যুক্তামুখি
নিজের স্বামীর বিরুদ্ধে বধূনির্যাতনের অভিযোগ আনলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ভারতের যুক্তামুখি। বৃহস্পতিবার মুম্বাইয়ের আম্বলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার যুক্তামুখি তার স্বামী প্রিন্স তুলির বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ আনেন। তার বক্তব্যের ওপর ভিত্তি করে তার স্বামীর বিরুদ্ধে জামিন যোগ্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি।
২০০৮ সালের ২ নভেম্বর মুম্বাইবাসী বিজনেসম্যান ও ফিনান্সিয়াল কনসালট্যান্ট প্রিন্স তুলিকে বিয়ে করেন যুক্তামুখি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের।
১৯৯৯ সালে মাত্র ২০ বছর বয়সে চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন যুক্তামুখি। তবে বলিউডে তার যাত্রাপথ মসৃণ হয়নি। ২০০২ সালে প্রথম ছবি ‘পিয়াসা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর আর গুটিকয়েক ছবিতে মুখ দেখিয়েছেন তিনি। হিন্দি ছাড়াও তামিল ও ভোজপুরী ছবিতে লাক ট্রাই করেছিলেন যুক্তামুখি। ২০০৮-এ ‘মেমসাহাব-লস্ট ইন মিরেজ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। সূত্র: জিনিউজ।
১৯৯৯ সালে মাত্র ২০ বছর বয়সে চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন যুক্তামুখি। তবে বলিউডে তার যাত্রাপথ মসৃণ হয়নি। ২০০২ সালে প্রথম ছবি ‘পিয়াসা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর আর গুটিকয়েক ছবিতে মুখ দেখিয়েছেন তিনি। হিন্দি ছাড়াও তামিল ও ভোজপুরী ছবিতে লাক ট্রাই করেছিলেন যুক্তামুখি। ২০০৮-এ ‘মেমসাহাব-লস্ট ইন মিরেজ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। সূত্র: জিনিউজ।
No comments