রঙের খেলা by আয়শা রাকিব
সাদা সাদা সাদা
আমার সালোয়ারের রং সাদা
নীল নীল নীল
আমার জামার রং নীল
আমার সালোয়ারের রং সাদা
নীল নীল নীল
আমার জামার রং নীল
সোনালি সোনালি সোনালি
আমার জুতার রং সোনালি
কালো কালো কালো
আমার চুলের রং কালো
ছাই ছাই ছাই
আমাদের বাসার রং ছাই
কমলা কমলা কমলা
আমার মার জামার রং কমলা
লাল লাল লাল
আমার বাবার জামার রং লাল।
প্রথম শ্রেণী, দীন কেজি অ্যান্ড
জুনিয়র হাইস্কুল, ঢাকা।
আমার জুতার রং সোনালি
কালো কালো কালো
আমার চুলের রং কালো
ছাই ছাই ছাই
আমাদের বাসার রং ছাই
কমলা কমলা কমলা
আমার মার জামার রং কমলা
লাল লাল লাল
আমার বাবার জামার রং লাল।
প্রথম শ্রেণী, দীন কেজি অ্যান্ড
জুনিয়র হাইস্কুল, ঢাকা।
No comments