তোমাদের ছড়া- পালাই পালাই by রোমেন রায়হান
পড়ার বইয়ে লেখার খাতায় টেবিল পুরোই ভরা
জানলা খুলে আকাশ দেখি, ভাল্লাগে না পড়া
আরে আরে উড়োজাহাজ! যাচ্ছ কোথায় উড়ে?
পড়াশোনার অত্যাচারে পালাচ্ছ কি দূরে!
পরীক্ষাতে গোল্লা পেলে মন্দ সবাই বলে
তাই কি বেলুন যোগ দিয়েছ ঘর পালানোর দলে!
ঘর পালানোয় কারো সাথে নেই তো কারো জুড়ি
পাল্লা দিয়ে পালাচ্ছ তাই? ভো-কাট্টা ঘুড়ি!
ও মেঘ তুমি যাচ্ছ কোথায়? ছাড়লে নাকি বাড়ি?
বৃষ্টি আপুর সাথে বুঝি আবার নিলে আড়ি!
হলদে পাখি! খেলতে যেতে মা করেছে মানা!
তাই কি তুমি ঘর পালাতে মেললে তোমার ডানা?
সবাই দেখি পালাই পালাই আকাশ করে খালি
মন খারাপের এমন দিনে কে দেবে হাত তালি!
উড়োজাহাজ, বেলুন, ঘুড়ি, মেঘ, হলদে পাখি
আমিও ঘর পালাতে চাই। সঙ্গে নেবে নাকি!
No comments