চলে এল আইফোন ৫- by নুরুন্নবী চৌধুরী

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে আইফোন ৫ বাজারে ছাড়ার ঘোষণা দিল অ্যাপল। বিশ্বের সবচেয়ে পাতলা নতুন এ আইফোনটির ওজন মাত্র ১১২ গ্রাম। অ্যালুমিনিয়াম আর কাচে তৈরি এই ফোনে আরও রয়েছে ৪ ইঞ্চি ও ৩২৬ পিপিআই রেটিনা পর্দা, যার রেজ্যুলেশন ১১৩৬ x ৬৪০।


আরও নানা সুবিধার মধ্যে এতে আছে এসআরজিবি রেন্ডারিং, দ্রুতগতির তারহীন প্রযুক্তি ইত্যাদি। কথা বলা আর ডেটার জন্য আলাদা একক চিপ ব্যবহূত হয়েছে।
তৃতীয় প্রজন্ম পার হয়ে আইফোন ৫ এসেছে চতুর্থ প্রজন্মের সুবিধা নিয়ে। এতে ইন্টারনেটের গতি পাওয়া যাবে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৫০ মেগাবাইট। নতুন এ৬ প্রসেসরের সমন্বয়ে তৈরি চমকপ্রদ এ স্মার্টফোনটি আগের প্রসেসর এবং গ্রাফিকস কার্যক্রমের চেয়ে ২এক্স বেশি দ্রুত। আইফোন ৫-এর ঘোষণার সঙ্গে সঙ্গে এখন বিশ্বের ১২টি দেশে ৩৮০টি দোকানের পাশাপাশি সুইডেনে প্রথমবারের মতো অ্যাপলের দোকান চালু হচ্ছে। চলতি মাসের ২১ তারিখ থেকেই আগ্রহীরা কিনতে পারবেন নতুন আইফোন ৫। দামের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ১৬ গিগাবাইট, ৩২ গিগাবাইট অথবা ৬৪ গিগাবাইটের আইফোন ৫-এর দাম হতে পারে ১৯৯ ডলার থেকে ৩৯৯ ডলার।

No comments

Powered by Blogger.