ফেলানী চরিত্রে ভাবনা
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী ফেলানীকে নিয়ে নির্মাণ হচ্ছে ডকুফিল্ম ‘ফেলানী’। এরইমধ্যে এ ডকুফিল্মের বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। আর এ ফিল্মে ফেলানী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী ভাবনা।
এটিতে অভিনয় করা নিয়ে ভাবনা বাংলানিউজকে বলেন ,‘‘ঘটনাটা শুনে আমি খুবই অবাক হয়েছি। এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমাদের শোক প্রকাশ ছাড়া আর কি করার কিছুই নেই। কিছু একটা হয়তো করার আছে। আর আমি এ ডকুফিল্মের গল্প শুনে চরিত্রটিতে কাজটা করার জন্য আরো আগ্রহ বাড়লো। নিজের তৃপ্তির জন্যও কিছু কাজ দরকার। এ কাজটি আমার তেমনই একটি কাজ।’’
গোলাম রাব্বানীর গবেষণা ও রচনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। আগামী জানুয়ারিতে ডুকফিল্মটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরই মধ্যে ফেলানীর বাড়ি কুড়িগ্রাম এবং এর সীমান্ত এলাকায় ডকুফিল্মটির শুটিং হয়েছে। এর বাকি অংশের শুটিং হবে সিরাজগঞ্জ, সাভার, এবং ঢাকার বিভিন্ন জায়গায়।
গোলাম রাব্বানীর গবেষণা ও রচনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। আগামী জানুয়ারিতে ডুকফিল্মটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরই মধ্যে ফেলানীর বাড়ি কুড়িগ্রাম এবং এর সীমান্ত এলাকায় ডকুফিল্মটির শুটিং হয়েছে। এর বাকি অংশের শুটিং হবে সিরাজগঞ্জ, সাভার, এবং ঢাকার বিভিন্ন জায়গায়।
No comments