অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন রানি
অবশেষ বিয়ের কথা স্বীকার করলেন বলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা রানি মুখার্জী। গত প্রায় দুই বছর ধরেই আদিত্য চোপড়ার সঙ্গে রানি মুখার্জীর প্রেম চলছিল। মাস তিনেক আগে একেবারে গোপনে দু’জনে বিয়ের কাজটি সেরে ফেলেন।
উভয়ের পরিবারেরও অনেকে বিষয়টি জানতেন না।
গত ৩০ জুলাই ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিয়ের এই সংবাদটি প্রকাশ হয়। তার সূত্র ধরে সংবাদ২৪.নেটও সংবাদ প্রকাশ করে।
তখন রানি মুখার্জী এবং আদিত্য চোপড়া বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন তারা দু’জন শুধুই বন্ধু, আর যতদূর আড্ডা হয় তা শুধুই কাজের খাতিরে।
কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত রানি মুখার্জী স্বীকার করলেন বিয়ের কথা, আর রানি স্বীকার করাতে আদিত্যও সত্য চেপে রাখতে পারেননি।
তবে এই বিষয়টি গোপন রাখার কারণ হিসেবে জানা যায়, রানি’র মুক্তি প্রতীক্ষিত দুইটি চলচ্চিত্র। রানি চাননি তার বিয়ের খবরে ছবি দুটির উপর কোনো প্রকার বিরূপ প্রভাব ফেলুক।
উল্লেখ্য, রানি মুখার্জী এখন তার ‘আইয়া’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন। ছবিটি আগামী মাসের ১২ তারিখে মুক্তি পাবে।
এই ছবির পোস্ট প্রোডাকশনসহ বিভিন্ন কাজে সময় দিচ্ছেন।
অন্যদিকে, তার ‘তালাশ’ ছবিটির কাজও অনেকটা গুছিয়ে এসেছে। এটিও মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
অর্থাৎ এ বছরের শেষের দিকটা রানি মুখার্জী বলিউডে দুইটি ছবি উপহার দিতে যাচ্ছেন।
গত ৩০ জুলাই ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিয়ের এই সংবাদটি প্রকাশ হয়। তার সূত্র ধরে সংবাদ২৪.নেটও সংবাদ প্রকাশ করে।
তখন রানি মুখার্জী এবং আদিত্য চোপড়া বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন তারা দু’জন শুধুই বন্ধু, আর যতদূর আড্ডা হয় তা শুধুই কাজের খাতিরে।
কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত রানি মুখার্জী স্বীকার করলেন বিয়ের কথা, আর রানি স্বীকার করাতে আদিত্যও সত্য চেপে রাখতে পারেননি।
তবে এই বিষয়টি গোপন রাখার কারণ হিসেবে জানা যায়, রানি’র মুক্তি প্রতীক্ষিত দুইটি চলচ্চিত্র। রানি চাননি তার বিয়ের খবরে ছবি দুটির উপর কোনো প্রকার বিরূপ প্রভাব ফেলুক।
উল্লেখ্য, রানি মুখার্জী এখন তার ‘আইয়া’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন। ছবিটি আগামী মাসের ১২ তারিখে মুক্তি পাবে।
এই ছবির পোস্ট প্রোডাকশনসহ বিভিন্ন কাজে সময় দিচ্ছেন।
অন্যদিকে, তার ‘তালাশ’ ছবিটির কাজও অনেকটা গুছিয়ে এসেছে। এটিও মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
অর্থাৎ এ বছরের শেষের দিকটা রানি মুখার্জী বলিউডে দুইটি ছবি উপহার দিতে যাচ্ছেন।
No comments