দুটি লিমেরিক by মাসউদ আহমাদ

টুনির মামা কী যে বেকুব নামটা খালেক সাই
সাতসকালে পরেন তিনি পাঞ্জাবি আর টাই
মরা মুরগি বেচে সে আহারে
জনগণ কিলায় শুধু তাহারে
মলমপার্টির ফাঁপরে সে বাড়ি ফেরে নাই।

২.
বোকাসোকা খালেকের বাহাদুরি কম না
ধুলো মেরে চম্পট সে-কি তবে যম না
টুনির এখন দিন কাটে না মেউ
সকাল-বিকাল কাঁদে শুধু ভেউ
মুরগি নিয়ে খালেক মিয়া চলে গেল রমনা।

No comments

Powered by Blogger.