সত্যিকারের সবজান্তা- সেতু
বেইজিংয়ের দানইয়াং-কুনশান গ্র্যান্ড সেতুটি বিশ্বের সর্ববৃহৎ রেলসেতু। পানির ওপর তৈরি দীর্ঘতম সেতুটি আছে যুক্তরাষ্ট্রে। এর দৈর্ঘ্য ৩৮ হাজার ৪৪২ মিটার। ইংল্যান্ডের ইয়ারমাউথ ব্রিজ ১৮৪৫ সালের ২ মে ধসে পড়ে। সেদিন সেতুটির নিচ দিয়ে যাচ্ছিল সার্কাস দল, আর তা দেখতেই সেখানে ভিড় করে শহরের মানুষ।
অতিরিক্ত মানুষের চাপেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়।
১৯৪০ সালে ওয়াশিংটনের টাকোমা ন্যারোজ ব্রিজটি তৈরি করার চার মাসের মধ্যে অনুনাদের ফলে এটি ভেঙে যায়।
জাপানের আকাসি কায়কো ব্রিজটি বিশ্বের দীর্ঘতম (তিন হাজার ৯০৯ মিটার) ঝুলন্ত সেতু।
দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতায় দড়ি দিয়ে সেতু তৈরি করা হতো। পরে এটিই ঝুলন্ত সেতুর রূপ নেয়।
ঝালাইয়ের মাধ্যমে সেতু তৈরি করার প্রথম নকশাটি দেন পোলিশ প্রকৌশলী স্টেফান ব্রাইলা, ১৯২৭ সালে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনবহুল শহর টেক্সাসে সবচেয়ে বেশিসংখ্যক সেতু রয়েছে।
উইকিপিডিয়া অবলম্বনে নাদিরা মুসতারী
১৯৪০ সালে ওয়াশিংটনের টাকোমা ন্যারোজ ব্রিজটি তৈরি করার চার মাসের মধ্যে অনুনাদের ফলে এটি ভেঙে যায়।
জাপানের আকাসি কায়কো ব্রিজটি বিশ্বের দীর্ঘতম (তিন হাজার ৯০৯ মিটার) ঝুলন্ত সেতু।
দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতায় দড়ি দিয়ে সেতু তৈরি করা হতো। পরে এটিই ঝুলন্ত সেতুর রূপ নেয়।
ঝালাইয়ের মাধ্যমে সেতু তৈরি করার প্রথম নকশাটি দেন পোলিশ প্রকৌশলী স্টেফান ব্রাইলা, ১৯২৭ সালে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনবহুল শহর টেক্সাসে সবচেয়ে বেশিসংখ্যক সেতু রয়েছে।
উইকিপিডিয়া অবলম্বনে নাদিরা মুসতারী
No comments