সত্যিকারের সবজান্তা- সেতু

 বেইজিংয়ের দানইয়াং-কুনশান গ্র্যান্ড সেতুটি বিশ্বের সর্ববৃহৎ রেলসেতু।  পানির ওপর তৈরি দীর্ঘতম সেতুটি আছে যুক্তরাষ্ট্রে। এর দৈর্ঘ্য ৩৮ হাজার ৪৪২ মিটার।  ইংল্যান্ডের ইয়ারমাউথ ব্রিজ ১৮৪৫ সালের ২ মে ধসে পড়ে। সেদিন সেতুটির নিচ দিয়ে যাচ্ছিল সার্কাস দল, আর তা দেখতেই সেখানে ভিড় করে শহরের মানুষ।


অতিরিক্ত মানুষের চাপেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়।
 ১৯৪০ সালে ওয়াশিংটনের টাকোমা ন্যারোজ ব্রিজটি তৈরি করার চার মাসের মধ্যে অনুনাদের ফলে এটি ভেঙে যায়।
 জাপানের আকাসি কায়কো ব্রিজটি বিশ্বের দীর্ঘতম (তিন হাজার ৯০৯ মিটার) ঝুলন্ত সেতু।
 দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতায় দড়ি দিয়ে সেতু তৈরি করা হতো। পরে এটিই ঝুলন্ত সেতুর রূপ নেয়।
 ঝালাইয়ের মাধ্যমে সেতু তৈরি করার প্রথম নকশাটি দেন পোলিশ প্রকৌশলী স্টেফান ব্রাইলা, ১৯২৭ সালে।
 যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনবহুল শহর টেক্সাসে সবচেয়ে বেশিসংখ্যক সেতু রয়েছে।
উইকিপিডিয়া অবলম্বনে নাদিরা মুসতারী

No comments

Powered by Blogger.