নীলফামারীতে সাংসদ নূর- উত্তরা ইপিজেডে ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে
নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়নের কালারডাঙ্গা মাঠে ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদের সভাপতিত্বে সমাবেশে নূর বলেন, ‘উত্তরা ইপিজেডের অনেক বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা আমাদের এ অঞ্চলের কর্মীদের আচরণে মুগ্ধ। সে কারণে তাঁরা এখানে আরও কলকারখানা স্থাপন করছেন। তাতে এখানে ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ ছাড়া জেলা সদরের নটখানায় মেডিকেল টেকনিশিয়ান ট্রেনিং ইনস্টিটিউট খুব শিগগির চালু করা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, আলিম উদ্দিন বসুনিয়া, শাহিদ মাহমুদ, অক্ষয় কুমার রায়, আবুজার রহমান প্রমুখ। এর আগে সাংসদ নূর কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের ফলক উন্মোচন করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, আলিম উদ্দিন বসুনিয়া, শাহিদ মাহমুদ, অক্ষয় কুমার রায়, আবুজার রহমান প্রমুখ। এর আগে সাংসদ নূর কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের ফলক উন্মোচন করেন।
No comments