অভিব্যক্তি দিয়েই গল্প
এবার ঈদে ব্যতিক্রমধর্মী একটি টেলিছবি নির্মাণ করেছেন নাট্যকার ও পরিচালক মুরাদ পারভেজ। টেলিছবিটির নাম ‘গল্পটা সিনেমার নয়’। দৈর্ঘ্য ৭০ মিনিটের। এ টেলিছবির বৈশিষ্ট্য হচ্ছে এতে কোনো সংলাপ নেই। শিল্পীদের অভিব্যক্তি দিয়েই গল্প ফুটিয়ে তুলতে হয়েছে।
দৃশ্য মাধ্যমের নির্বাক যুগ পেরিয়ে আসার পর সংলাপহীন নাটক কিংবা সিনেমা খুব একটা বানানো হয়নি। সে হিসেবে এ টেলিছবি দর্শকের আলাদা মনোযোগ আকর্ষণের দাবিদার। টেলিছবির গল্পে দেখা যাবে, প্রধান চরিত্র হিসেবে অভিনয় করা মেয়েটি অসুস্থ। মাত্র অল্প ক’দিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। একটি ছেলের সাথে তার দীর্ঘদিনের পরিচয়। ছেলেটি কাছে আসতে চায় মেয়েটির। মেয়েটি মন থেকে না চাইলেও কাছাকাছি হয় তারা। প্রথমে আপত্তি করলেও পরে মেয়ের বাবা-মা মেনে নেন এ সম্পর্কটি। ছেলেটির সাথে মেলামেশায় মেয়েটি সুস্থ হয়ে উঠছে বলেই মনে হবে। কিন্তু সেটা ভুল অনুমান মাত্র। এ পর্যায়ে চিকিৎসকের কথাই সত্য হিসেবে ধরা দেয়। মেয়েটি এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। এ টেলিছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সোহানা সাবা। আরও অভিনয় করেছেন অপূর্ব, আবদুল্লাহ রানা প্রমুখ। টেলিছবিটি মাছরাঙা টিভিতে প্রচার হবে ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে।
No comments