মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- রমনির রানিং মেট রায়ান বলে খুশি ডেমোক্র্যাটরা!
রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য অপেক্ষাকৃত তরুণ ও রক্ষণশীল নেতা পল রায়ানের নাম ঘোষণার পর নির্বাচনী প্রচার আরও জমে উঠেছে। রায়ানের নাম ঘোষণায় যেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক—দুই দলই ভিন্ন কারণে খুশি
রক্ষণশীল নেতা বলে পরিচিত পল রায়ানকে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করায় দলটির রক্ষণশীল অংশ খুশি হয়েছে। তবে তাদের চেয়েও যেন বেশি খুশি হয়েছে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট শিবির!
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, রমনি এমন একজনকে তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হিসেবে বেছে নিয়েছেন, যিনি মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা চাপিয়ে সম্পদশালীদের কর কমানোর প্রস্তাব করেন। তিনি বলেন, ধনী ব্যক্তিদের আড়াই লাখ মার্কিন ডলার কর কমানোর প্রস্তাব দেওয়া বাজেটের মূল ‘কারিগর’ ছিলেন পল রায়ান। রমনি এমন ব্যক্তিকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ায় ডেমোক্র্যাটরাই সুবিধা পাবে বলে মনে করেন মেসিনা। পার্লামেন্টে ডেমোক্রেটিক পার্টির উপনেতা স্টেনি হোয়ের বলেন, রানিং মেট হিসেবে রায়ানকে বেছে নিয়ে রমনি এটা স্পষ্ট করেছেন, তাঁরা মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা বাড়িয়ে সম্পদশালী ব্যক্তিদের রক্ষা করতে চাইছেন। তাঁর এই উদ্যোগে ডেমোক্রেটিক পার্টিই লাভবান হবে।
ডেমোক্র্যাট ভাবধারার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, রমনি-রায়ান জুটির পররাষ্ট্রনীতি বিষয়েও তেমন অভিজ্ঞতা নেই। এসব বিষয় ওবামার পক্ষে সমর্থন বাড়াতে সহায়তা করবে। সব মিলিয়ে রায়ানকে রানিং মেট করায় রিপাবলিকানদের রক্ষণশীল শিবির খুশি হলেও এতে ওবামাই সুবিধা পাবেন ভেবে বেশি খুশি ডেমোক্র্যাট শিবিরই। এএফপি।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, রমনি এমন একজনকে তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হিসেবে বেছে নিয়েছেন, যিনি মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা চাপিয়ে সম্পদশালীদের কর কমানোর প্রস্তাব করেন। তিনি বলেন, ধনী ব্যক্তিদের আড়াই লাখ মার্কিন ডলার কর কমানোর প্রস্তাব দেওয়া বাজেটের মূল ‘কারিগর’ ছিলেন পল রায়ান। রমনি এমন ব্যক্তিকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ায় ডেমোক্র্যাটরাই সুবিধা পাবে বলে মনে করেন মেসিনা। পার্লামেন্টে ডেমোক্রেটিক পার্টির উপনেতা স্টেনি হোয়ের বলেন, রানিং মেট হিসেবে রায়ানকে বেছে নিয়ে রমনি এটা স্পষ্ট করেছেন, তাঁরা মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা বাড়িয়ে সম্পদশালী ব্যক্তিদের রক্ষা করতে চাইছেন। তাঁর এই উদ্যোগে ডেমোক্রেটিক পার্টিই লাভবান হবে।
ডেমোক্র্যাট ভাবধারার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, রমনি-রায়ান জুটির পররাষ্ট্রনীতি বিষয়েও তেমন অভিজ্ঞতা নেই। এসব বিষয় ওবামার পক্ষে সমর্থন বাড়াতে সহায়তা করবে। সব মিলিয়ে রায়ানকে রানিং মেট করায় রিপাবলিকানদের রক্ষণশীল শিবির খুশি হলেও এতে ওবামাই সুবিধা পাবেন ভেবে বেশি খুশি ডেমোক্র্যাট শিবিরই। এএফপি।
No comments