জাকাতের কাপড়ের খোঁজ by ইমাম হাসান
ঈদের বাজারের ভিড়ে কোথায় পাবেন জাকাতের কোন কাপড় জেনে নিন এবার। যা দিতে পারেন
বঙ্গবাজারের দোকানি আহসান হাবিব বলেন, ‘জাকাতের কাপড় হিসেবে শাড়ি এবং লুঙ্গিই বিতরণ করেন অনেকে। এ ছাড়া শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং বাচ্চাদের পোশাকও দিয়ে থাকেন অনেকে।
বঙ্গবাজারের দোকানি আহসান হাবিব বলেন, ‘জাকাতের কাপড় হিসেবে শাড়ি এবং লুঙ্গিই বিতরণ করেন অনেকে। এ ছাড়া শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং বাচ্চাদের পোশাকও দিয়ে থাকেন অনেকে।
জাকাতের কাপড়ের জন্য অনেকেই একটা একটা করে পোশাক কিনে থাকেন। এমনটি না করে একসঙ্গে কিনলে দামে সাশ্রয় হতে পারে।’
দরদাম
শাড়ি কিনতে পারবেন ১৮০ থেকে ৩৫০ টাকায়। লুঙ্গি ১০০ থেকে ২০০ টাকা, পাঞ্জাবি ১৩০ থেকে ২৫০ টাকা, শার্ট ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে পাবেন। বাচ্চাদের পোশাক কেনা যাবে ৩০ থেকে ২০০ টাকায়।
যেখানে পাবেন
রাজধানী ঢাকার প্রায় সব এলাকায়ই জাকাতের কাপড় কিনতে পাবেন। ঢাকায় আহ্ছানিয়া মিশনের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে জাকাতের কাপড় মিলবে। এ ছাড়া নিউমার্কেট এলাকার নুর জাহান মার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেট থেকে কিনতে পারেন কাপড়। পাইকারি দরে কিনতে চাইলে ইসলামপুরের বাজার ঘুরে পছন্দ করতে পারেন কাপড়। এ ছাড়া ঢাকার অদূরে বাবুবাজার এলাকায় মিলবে জাকাতের কাপড়।
দরদাম
শাড়ি কিনতে পারবেন ১৮০ থেকে ৩৫০ টাকায়। লুঙ্গি ১০০ থেকে ২০০ টাকা, পাঞ্জাবি ১৩০ থেকে ২৫০ টাকা, শার্ট ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে পাবেন। বাচ্চাদের পোশাক কেনা যাবে ৩০ থেকে ২০০ টাকায়।
যেখানে পাবেন
রাজধানী ঢাকার প্রায় সব এলাকায়ই জাকাতের কাপড় কিনতে পাবেন। ঢাকায় আহ্ছানিয়া মিশনের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে জাকাতের কাপড় মিলবে। এ ছাড়া নিউমার্কেট এলাকার নুর জাহান মার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেট থেকে কিনতে পারেন কাপড়। পাইকারি দরে কিনতে চাইলে ইসলামপুরের বাজার ঘুরে পছন্দ করতে পারেন কাপড়। এ ছাড়া ঢাকার অদূরে বাবুবাজার এলাকায় মিলবে জাকাতের কাপড়।
No comments