ঈদ মোবারক, কোলাকুলি, এটসেটরা by রোমেন রায়হান

মনের ভেতরে খুশির পায়রা—চলিতেছে উড়া-উড়তি
এইবারই ঈদে বাড়ি ফেরা নিয়ে টেনশনহীন ফুর্তি।


আবুলের কালে বাসে ওঠা ছিল জীবনহানির শর্ত
এ বছর দেখি সব ঠিকঠাক। নেই কাটা, নেই গর্ত।
মসৃণ পথে চলতে হয় না খানা ও খন্দ সামলে
সড়কপথের কী যে উন্নতি! টের পাবে পথে নামলে।
নেই যানজট ঊর্ধ্ব-আকাশে, নেই ওটা রেললাইনে
শৃঙ্খলতায় টিকিট কাটাটা দাঁড়িয়ে গিয়েছে আইনে।
খবর লইয়া দেখিতেই পারো, আগাম টিকিট পাইয়া
নিশ্চয়ই বাড়ি রওনা দিয়েছে সিলেটি ও চাটগাঁইয়া।
দেশের কপাল, দশের কপাল পেয়েছি এমন মন্ত্রী
‘কাত হওয়া গাড়ি’ ছবি যারা ছাপে তারা সব ষড়যন্ত্রী।

এই যে ঈদে সুখে বাড়ি ফেরা, নেই টেনশন-চিন্তা
ভেবে বলো শুনি এবারের আগে পেয়েছ কি কোনো দিন তা!
যত বড়লোক যত সাধারণ দীনহীন তুমি হও না
আল্লাহ্র নামে ঘরবাড়ি ফেলে দিতে পারো ঈদে রওনা।
এবারের ঈদে চোর চুরি করে—নাই সে সুযোগ, সাধ্য
মন্ত্রীর কথা ভালোমতো শোনো থামিয়ে নিন্দা বাদ্য।
বোকা ভাব ছেড়ে এক লহমায় পরিণত হও চালাকে
নিরাপত্তার দায়িত্ব দাও শক্ত পোক্ত তালাকে।
র‌্যাব-পুলিশের নেই প্রয়োজন, তালা দেবে খাঁটি পাহারা
জয় হোক সব জ্ঞানী ও গুণীর, জয়তু ম্যাডাম...

পরিবার নিয়ে রওনা হচ্ছি গুছিয়ে বাক্স-পেটরা
সবার জন্য ঈদ মোবারক, কোলাকুলি, এটসেটরা...

No comments

Powered by Blogger.