কিউরিওসিটি প্রায় নিখুঁতভাবে মঙ্গলে অবতরণ করে

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিশেষ যান কিউরিওসিটি মঙ্গল গ্রহে প্রত্যাশা অনুযায়ী প্রায় নিখুঁতভাবেই অবতরণ করে। সংস্থাটির প্রকৌশলীরা এ খবর দিয়ে বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তাঁরা এক কথায় রোমাঞ্চিত।
কিউরিওসিটি ৬ আগস্ট সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩২ মিনিটে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে।


মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা চালাবে যানটি।
নাসার প্রকৌশলীরা জানান, কিউরিওসিটি পৃথিবীতে যে তথ্য-উপাত্ত পাঠিয়েছে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। কিউরিওসিটির অবতরণসহ সব কাজ অনেকটা বিজ্ঞানীদের পরিকল্পনামতো হয়েছে।
কিউরিওসিটি যেসব তথ্য-উপাত্ত ধারণ করেছে তার বেশির ভাগই পৃথিবীতে পৌঁছায়নি। তবে যা পাওয়া গেছে তাতেই নাসার বিজ্ঞানীরা যানটির অবতরণের গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্রকৌশলী অ্যালেন চেন বলেন, তাঁরা মাত্র এক মেগাবাইটের মতো তথ্য পেয়েছেন, যা কিউরিওসিটি অবতরণের রাতেই দুটি স্যাটেলাইটের মাধ্যমে তাঁদের হাতে এসে পৌঁছায়। অভিযানটি ব্যর্থ হলে এই এক মেগাবাইট তথ্যই তার কারণ নির্ণয়ে সহায়তা করত। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবকিছু একেবারে প্রায় তাঁদের প্রত্যাশামতোই ঘটেছে। বিবিসি।

No comments

Powered by Blogger.