কাস্ত্রোর জন্মদিনে অনাড়ম্বর আয়োজন
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ৮৬তম জন্মদিন আজ সোমবার। তবে খুব অনাড়ম্বরভাবে উদ্যাপন করা হবে তাঁর জন্মদিন। সরকারেরও বড় কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেই। বলা যায়, অনেকটা নীরবে-নিভৃতে এবার জন্মদিন পালন করবেন এই প্রবীণ বিপ্লবী।
ফিদেল কাস্ত্রো বেশ কয়েক মাস ধরে নিভৃত অবসর যাপন করছেন। কমিউনিস্ট-কিউবার প্রতাপশালী সাবেক নেতা কাস্ত্রো কট্টর মার্কিনবিরোধী হিসেবে বিশ্বজুড়ে অর্ধশতাব্দী ধরে বহুল আলোচিত ছিলেন। ১৯৫৯ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি কিউবার নেতৃত্ব দেন। তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রো এখন শাসন ক্ষমতায়।
তবে দেশের যুব সংগঠনগুলো আজ কাস্ত্রোর জন্মদিন উদ্যাপনের পরিবর্তে বরং রিন গঞ্জালেসকে নিয়েই বেশি আগ্রহী। কিউবার গোয়েন্দা সংস্থার সদস্য গঞ্জালেস তাঁর চার সহকর্মীর সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে বন্দী।
ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের সফরকালে গত মার্চে সর্বশেষ জনসমক্ষে আসেন কিউবার ঐতিহাসিক বিপ্লবের নায়ক কাস্ত্রো। তাঁর লেখা প্রকাশের সংখ্যাও এখন অনেক কমে গেছে। তাঁর লেখা ‘রিফ্লেকশনস’ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একসময় নিয়মিত প্রকাশিত হতো। এখন তিনি লেখেন কয়েক মাস পর পর। সর্বশেষ গত ১৯ জুন তাঁর একটি লেখা প্রকাশিত হয়।
কাস্ত্রো এখন হাভানার পূর্বাঞ্চলে নিজ বাড়িতে অবসরে স্মৃতিকথা লেখার পাশাপাশি বিদেশি কূটনীতিকদের মাঝেমধ্যে সাক্ষাৎ দেন। তবে দেশের সরকারের ওপর এখনো তাঁর প্রভাব রয়েছে বলেই মনে করা হয়। কিউবার পার্লামেন্টের প্রেসিডেন্ট রিকার্দো আলারকোন গত মার্চে বলেন, কাস্ত্রো ‘নিয়মিত’ বিভিন্ন ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এএফপি।
তবে দেশের যুব সংগঠনগুলো আজ কাস্ত্রোর জন্মদিন উদ্যাপনের পরিবর্তে বরং রিন গঞ্জালেসকে নিয়েই বেশি আগ্রহী। কিউবার গোয়েন্দা সংস্থার সদস্য গঞ্জালেস তাঁর চার সহকর্মীর সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে বন্দী।
ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের সফরকালে গত মার্চে সর্বশেষ জনসমক্ষে আসেন কিউবার ঐতিহাসিক বিপ্লবের নায়ক কাস্ত্রো। তাঁর লেখা প্রকাশের সংখ্যাও এখন অনেক কমে গেছে। তাঁর লেখা ‘রিফ্লেকশনস’ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একসময় নিয়মিত প্রকাশিত হতো। এখন তিনি লেখেন কয়েক মাস পর পর। সর্বশেষ গত ১৯ জুন তাঁর একটি লেখা প্রকাশিত হয়।
কাস্ত্রো এখন হাভানার পূর্বাঞ্চলে নিজ বাড়িতে অবসরে স্মৃতিকথা লেখার পাশাপাশি বিদেশি কূটনীতিকদের মাঝেমধ্যে সাক্ষাৎ দেন। তবে দেশের সরকারের ওপর এখনো তাঁর প্রভাব রয়েছে বলেই মনে করা হয়। কিউবার পার্লামেন্টের প্রেসিডেন্ট রিকার্দো আলারকোন গত মার্চে বলেন, কাস্ত্রো ‘নিয়মিত’ বিভিন্ন ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এএফপি।
No comments