ভারতে বন্যায় ৩৪ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার সারারাত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হঠাৎ বন্যা, ভূমিধস ও পানির তোড়ে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়। রাজ্য তিনটি হলো উত্তরাখণ্ড, হিমাচল ও জম্মু।


ভূমিধসের কারণে উত্তরাখণ্ডে কয়েক শ তীর্থযাত্রী আটকে পড়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ইয়াশপাল আরিয়া জানান, সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পে পানি ঢুকে গেলে ২৩ জন শ্রমিক প্রবল পানির তোড়ে ভেসে যান। এ ছাড়া গঙ্গা নদীতীরবর্তী গ্রামগুলো থেকে তিনজন দমকলকর্মী ভেসে গেছেন। মন্ত্রী আরো জানান, দমকল দপ্তরে পানি ঢুকে গেলে তাঁরা ভেসে যান।
শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে আরো সাতজনের মৃত্যু হয়েছে।
আরিয়া আরো জানান, রাজ্যের উত্তরকাশি হিন্দু ধর্মাবলম্বীদের জনপ্রিয় তীর্থস্থান। সেখানে ভ্রমণ করতে গিয়ে বন্যার কারণে ৭০০ তীর্থযাত্রী আটকা পড়েছেন। বন্যার পানি সড়কে উঠে গেলে উত্তরকাশির ৮০টি গ্রাম বাকি উত্তরাখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বন্যায় ৯০টি বাড়ি এবং ৫০টি অতিথিশালা ধসে গেছে।
এ ছাড়া শুক্রবার রাতের প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে একজন ভেসে গেছে। সূত্র : এএফপি, দ্য হিন্দুস্তান টাইমস

No comments

Powered by Blogger.