মিয়ানমার-বাংলাদেশ-প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য বাড়ূক

মিয়ানমার বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। এক সময়ে তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বজায় ছিল। বঙ্গোপসাগরও মানুষ ও পণ্যের চলাচলে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু দেশটিতে দীর্ঘ সামরিক শাসন এবং বাংলাদেশ ভূখণ্ডে বিভিন্ন সময়ে তাদের নাগরিকদের একটি অংশকে জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনা ঐতিহাসিক এ সম্পর্কের


স্বাভাবিক বিকাশ ব্যাহত করে। বাণিজ্য কিংবা অন্য প্রয়োজনে ভ্রমণের ঘটনা কোনো দেশের নাগরিকদের মধ্যেই তেমন লক্ষণীয় নয়। বাংলাদেশ পূর্বমুখী কূটনীতি অনুসরণের ঘোষণা দেওয়ার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন ঘটেনি। অথচ এশিয়ার দেশগুলোর সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে এই দেশটির জন্য নির্ধারিত রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য নানাভাবে তৎপর, কিন্তু তারপরও এক দশকে প্রতিবেশী এ দেশটিতে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমাদের পণ্য রফতানি করা গেছে মাত্র অর্ধশত কোটি টাকার। এর তুলনায় মিয়ানমারের ব্যবসায়ীরা অবশ্য খানিকটা স্বস্তির নিঃশ্ব্বাস ফেলতে পারছেন_ এ সময়ে তাদের পণ্য এসেছে দুই হাজার ১৪ কোটি টাকার। তবে সীমান্তের বাধা-বিপত্তি চোরাচালানিদের তৎপরতা বিন্দুমাত্র দমাতে পারছে না। দুই দেশেরই কিছু লোক অবৈধ পথে বাণিজ্য চালাচ্ছে। তাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সঙ্গে অনুষঙ্গ রয়েছে মাদকদ্রব্যের নিষ্ঠুর ছোবল। বাংলাদেশ ও মিয়ানমার দু'দেশের সীমান্তে চোরাচালান প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর সীমান্ত বাণিজ্য শুরু করে। চুক্তির শর্ত মোতাবেক মিয়ানমার থেকে মাছ, আদা, সুপারি, বিভিন্ন ধরনের ডাল, ছোলা, মসলা জাতীয় পণ্য, শুঁটকি মাছ, বাঁশ, বেত, ওমপাতা, চাল, সেনেকা মাটি, রাবার ও পল্গাস্টিকের স্যান্ডেল, কাঠ ইত্যাদি পণ্য আমদানি করার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রফতানি হবে সিমেন্ট, রড, প্রসাধনী, হাঙ্গর মাছ, কচ্ছপের খোলস, ষাঁড়ের লিঙ্গ, অ্যালুমিনিয়াম প্রডাক্টস, মশারির কাপড়, সেমাই ইত্যাদি। কিন্তু আমাদের জন্য মন্দ খবর হচ্ছে, মিয়ানমার থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য আমদানি করা হলেও আমাদের পণ্য ক্রয়ে তাদের আগ্রহ তেমন মাত্রায় নেই। তবে কাগজে-কলমে যে বাণিজ্য ঘাটতি, বাস্তবে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও হতাশাব্যঞ্জক। এর একটি কারণ আন্ডার ইনভয়েসিং। সীমান্ত বাণিজ্যের আওতায় আমদানি পণ্যের মূল্য প্রকৃত বাজার থেকে অনেক কম দেখান ব্যবসায়ীরা। কর ফাঁকি দেওয়াই এর উদ্দেশ্য। তদুপরি একশ্রেণীর ব্যবসায়ী বৈধ ব্যবসার চেয়ে চোরাচালানের প্রতি বেশি আগ্রহী। তারা নামমাত্র পণ্য আমদানির আড়ালে মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য নিয়ে আসছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে ম্যানেজ করে অবৈধ পথে মাদকসহ এসব চোরাই পণ্য খালাস হচ্ছে। মিয়ানমারে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি না হওয়া বাণিজ্য প্রসারের পথে বড় সমস্যা। সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বাণিজ্যমেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর বাস্তবায়ন জরুরি ভিত্তিতে করা চাই। মিয়ানমারে বাংলাদেশি পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে বলেই বিভিন্ন সূত্র জানায়। সরকারি-বেসরকারি তরফে রফতানি তৎপরতা বাড়াতে হবে। রফতানিকারকদের জন্য বিশেষ শুল্ক-কর সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা চাই। ট্রান্স-এশীয় রেল ও সড়কপথের বিষয়টিও আমাদের হিসাবে রাখতে হবে। আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে এ পথের বিপুল সম্ভাবনার কথা বলা হচ্ছে। এটা কাজে লাগাতে অবশ্যই আমাদের যথাযথ প্রস্তুতি থাকতে হবে। নিকট প্রতিবেশী দেশটি আমাদের নাগরিকদের ভ্রমণেরও গন্তব্য হয়ে উঠুক।
 

No comments

Powered by Blogger.