কাশেম জুট মিল-মালিক-ঠিকাদার দ্বন্দ্বে পাটের গুদামে আগুন?
সীতাকুণ্ডে বেসরকারি মালিকানাধীন কাসেম জুট মিলের পাটের গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে অর্ধ কোটি টাকার পাট। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ঠিকাদার ও মালিক একে অপরকে দোষারোপ করছেন। পুলিশও বলছে, মিল মালিক ও ঠিকাদার একে অপরকে ফাঁসানোর জন্য আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মিলের পাটের গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে কুমিরা ও চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতি অর্ধ কোটি টাকা বলে মিলের মালিক ও ঠিকাদার দাবি করছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি জসিম উদ্দিন জানান, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। আগুনে মিলে দুই হাজার মণ পাট পুড়ে গেছে। তবে রক্ষা পেয়েছে পাঁচ কোটি টাকার বেশি মূল্যের পাট ও মিলের যন্ত্রপাতি।
মিলের ঠিকাদারি প্রতিষ্ঠান জসিম করপোরেশনের মালিক জসিম উদ্দিন বলেন, ‘মিলটি পাঁচ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়ে পরিচালনা করছি আমি। মিলের মালিক আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পাটের গোডাউনে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আগুন লাগিয়ে দেয়।’
মিলের মালিক মো. সাইফুল্লাহ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান জসিম করপোরেশনের চুক্তি বাতিল করাতে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলের গোডাউনের পাটে আগুন লাগিয়ে দিয়ে মিলটি দখলের অপচেষ্টা করছে।’
এ প্রসঙ্গে সীতাকুণ্ডমডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে একে অন্যকে ফাঁসাতে গোডাউনে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি জসিম উদ্দিন জানান, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। আগুনে মিলে দুই হাজার মণ পাট পুড়ে গেছে। তবে রক্ষা পেয়েছে পাঁচ কোটি টাকার বেশি মূল্যের পাট ও মিলের যন্ত্রপাতি।
মিলের ঠিকাদারি প্রতিষ্ঠান জসিম করপোরেশনের মালিক জসিম উদ্দিন বলেন, ‘মিলটি পাঁচ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়ে পরিচালনা করছি আমি। মিলের মালিক আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পাটের গোডাউনে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আগুন লাগিয়ে দেয়।’
মিলের মালিক মো. সাইফুল্লাহ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান জসিম করপোরেশনের চুক্তি বাতিল করাতে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলের গোডাউনের পাটে আগুন লাগিয়ে দিয়ে মিলটি দখলের অপচেষ্টা করছে।’
এ প্রসঙ্গে সীতাকুণ্ডমডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে একে অন্যকে ফাঁসাতে গোডাউনে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
No comments