হরতাল প্রতিহত করার হুমকি আ. লীগের

বিএনপির ডাকা দুই দিনের হরতালকে 'পরিকল্পিত সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মসূচি' হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লিগ নেতারা। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। শান্তি, গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দলের শীর্ষ নেতৃত্ব সব নেতা-কর্মীকে সতর্ক থেকে বিরোধী দলের 'ষড়যন্ত্র' রুখে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী কালের কণ্ঠকে বলেন, 'বিএনপি আহূত হরতাল পরিকল্পিত সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মসূচি। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব আমরা।'
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, দেশ যাতে কোনোভাবে সংঘাতের দিকে চলে না যায় সেজন্য বিএনপির 'অপতৎপরতা' রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সব প্রস্তুতি নিয়ে আজ মাঠে থাকবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। অতন্দ্র প্রহরীর মতো নিজ নিজ এলাকায় হরতালবিরোধী মিছিল-সমাবেশ করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা থাকবেন বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমণ্ডির দলীয় সভাপতির কার্যালয়ের সামনে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেছেন, 'হরতালের নামে কেউ গাড়ি ও বাসে আগুন লাগিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে রাজপথে থেকে তাদের প্রতিহত করতে হবে। সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সব নৈরাজ্য ও অরাজকতা প্রতিহত করা সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারদলীয় নেতা-কর্মীদেরও মাঠে অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে। হরতালের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।'
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানা আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা এবং থানায় সুধীজনের দেওয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাহারা খাতুন বলেন, 'ইলিয়াস আলীকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। এ জন্য আমরা বিরোধী দলের কাছে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা সহযোগিতা না করে দেশে অরাজকতা সৃষ্টির জন্যই হরতাল দিয়েছে। তারা এটাকে ইস্যু বানিয়ে একের পর এক হরতাল দিয়েই যাচ্ছে।' ইলিয়াস আলীর স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনিই শুধু আমাদের সহযোগিতা করেছেন। তবে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে কথা বলার পর তিনি র‌্যাবের সঙ্গে পুবাইলে যাওয়ার ঘটনা অস্বীকার করেছেন।'

No comments

Powered by Blogger.