আসাদের পক্ষে স্ত্রীর সাফাই
সিরিয়াতে সরকারের দীর্ঘ ১১ মাসের দমন পীড়নের প্রশ্নে এবার প্রেসিডেন্ট বাশার আল- আসাদের সাফাই গেয়েছেন তার বৃটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল আসাদ। বৃটেনের দি টাইমস পত্রিকা আজ এক রিপোর্টে জানিয়েছে এক ইমেইল বার্তায় তিনি বলেছেন প্রেসিডেন্ট আসাদ সমগ্র সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি সিরিয়ার কোন অংশ বিশেষের প্রেসিডেন্ট নন। আর ফার্স্ট লেডি প্রেসিডেন্টের এ ভূমিকাকে সমর্থন করেন। টাইমস বলেছে, সিরিয়াতে সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথম আসমা আসাদ ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলেন। ওই ইমেইল বার্তায় আরও বলা হয়েছে ফার্স্ট লেডি এখন বিভিন্ন দাতব্য সংস্থাকে সহযোগিতার কাজে ব্যস্ত রয়েছেন। তিনি সরকারের সঙ্গে মানুষের দূরত্ব কমিয়ে এনে তাদের মাঝে সংলাপের প্রচেষ্টা চালাচ্ছেন। এছাড়া সহিংসতার শিকার বিভিন্ন পরিবারের সমস্যা তিনি শুনছেন এবং তাদের সান্ত্বনার বাণী শোনাচ্ছেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
No comments