লাদেনের তথ্যদাতা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেননি
যুক্তরাষ্ট্র বলেছে ওসামা বিন লাদেনবিরোধী অভিযানে তথ্য দিয়ে যিনিই সহযোগিতা করে থাকুন, তিনি আল কায়েদার বিরুদ্ধে কাজ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে লাদেনের তথ্যদাতা কোন কাজ করেননি। লাদেনবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক পাকিস্তানি ডাক্তারের বিরুদ্ধে এখন পাকিস্তানে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিচার করা হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের ডাক্তার শাকিল আফ্রিদির ব্যাপারে এক প্রশ্নের জবাবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জর্জ লিটল এ তথ্য জানিয়েছেন। গত মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে চিহ্নিত করতে সিআইএকে সহযোগিতা করার অপরাধে শাকিল আফ্রিদি এখন বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত হচ্ছেন। আট মাস ধরে আটক থাকা পাকিস্তানি ওই ডাক্তারের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে পেন্টাগনের সংবাদ সম্মেলনে লিটল বলেছেন, ড. আফ্রিদির ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমি কিছু বলতে চাই না। আমি কেবল বলতে চাই, ওসামা বিন লাদেনকে চিহ্নিত করতে যিনি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছেন তিনি কেবল আল কায়েদার বিরুদ্ধে কাজ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি কোন কাজ করেননি।
No comments