যে লড়াই শেষ হয়নি এখনও by সালাহ উদ্দীন আহমদ
চলি্লশ বছর একটি জাতির জীবনে খুব একটা দীর্ঘ সময় নয়। তারপরও বলব, মুক্তিযুদ্ধের ফসল আমাদের প্রিয় স্বদেশ নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যে এগিয়ে চলেছে এবং এ নিয়ে তর্কের অবকাশ বা সন্দেহ নেই। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর চলি্লশ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে কুড়ি বছরের বেশি সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দেশ সামরিক শাসকদের অধীনে ছিল। দেশের রাজনীতি এবং গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রিত হতো সেনাছাউনি বা ক্যান্টনমেন্ট থেকে। সামরিক শাসকরা পরিকল্পিতভাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধ্বংস করে ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। রাষ্ট্রকে সামরিকীকরণ করার ভয়াবহ পরিণতি সম্বন্ধে একজন বিশিষ্ট সুইডিশ সমাজবিজ্ঞানী আলভা মিরডল (অখঠঅ গণজউঅখ) এক অতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার ভাষায়, ......... বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর সেনাছাউনিতে বসেই দুই সেনাপতি জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। রাতারাতি তারা সৈনিক লেবাস পরিবর্তন করে বেসামরিক জননেতারূপে আবির্ভূত হয়েছিলেন। তাদের আমলে বাংলাদেশকে পর্যায়ক্রমে সামরিকীকরণ, ইসলামীকরণ এবং পাকিস্তানিকরণ করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেয়নি। মহান মুক্তিযুদ্ধের আদর্শ_ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ ও শোষণহীন সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করার জন্য এবং আমাদের সমন্বয়ধর্মী মানবতাবাদী বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার জন্য এদেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে এসেছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের হৃদয় জাগানো স্লোগান 'জয় বাংলা' ধ্বনি তুলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু এই যুদ্ধ, এই লড়াই তো শেষ হয়ে যায়নি। স্বাধীনতাকে সুসংহত করার জন্য মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার জন্য এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সুদৃঢ় জাতীয় ঐক্য। অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী সর্বস্তরের মানুষকে এক ঐক্যবদ্ধ প্লাটফর্মে মিলিত হয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা রক্ষা করা তথা মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আমি বলব, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য হারালে চলবে না। জয় আমাদের সুনিশ্চিত।
বাংলাদেশের জয় হোক।
সালাহ উদ্দীন আহমদ: জাতীয় অধ্যাপক এবং সাবেক অধ্যাপক ইতিহাস বিভাগ, রাজশাহী জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের জয় হোক।
সালাহ উদ্দীন আহমদ: জাতীয় অধ্যাপক এবং সাবেক অধ্যাপক ইতিহাস বিভাগ, রাজশাহী জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়
No comments