স্পাইডার ম্যানের মাকড়সার জাল বাস্তবে?

সিনেমার স্পাইডার ম্যানের সেই শক্ত জাল এবার বাস্তবেই সম্ভব হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানী। তারা বলছেন, জিনগত পরিবর্তনের মাধ্যমে তারা এমন ধরনের রেশম পোকা উৎপাদন করতে সক্ষম হয়েছেন যা অনেক শক্ত রেশম তৈরি করতে পারবে।

ইউনিভার্সিটি অব ওয়াইওমিংয়ের বিজ্ঞানীরা পিএনএএস সাময়িকীতে লিখেছেন, তাদের লক্ষ্য, পোকা থেকে এমন রেশম তৈরি করা যা স্পাইডার ম্যানের সেই জালের রেশমের মতো শক্ত হবে।

এমন কথা প্রচলিত আছে যে, মাকড়সার রেশম ইস্পাতের চেয়েও শক্ত।

কমিক বই থেকে হলিউডের ব্যবসা সফল সিনেমায় উঠে আসা স্পাইডার ম্যান মাকড়সা রেশম তৈরি করে দুর্বৃত্তদের পাকড়াও করে আর শহরের আকাশচুম্বি সব দালানে লাফিয়ে লাফিয়ে একটার পর একটা পার হয়।

গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই ধরনের রেশম উৎপাদনের গবেষণায় গলদঘর্ম হয়েছেন।

কিন্তু রেশমের বাণিজ্যিক উৎপাদনের জন্য খামারে মাকড়সা চাষ প্রায়ই অসম্ভব কারণ এ ধরনের পোকা খুব বেশি পরিমাণ রেশম উৎপাদন করতে পারে না। আর একে অপরকে খেয়ে ফেলার প্রবণতার কারণে এটা আরও কঠিন।

সেই হিসেবে খামারে রেশম পোকা চাষ করা সহজ এবং এরা প্রচুর পরিমাণে রেশম উৎপাদন করতে পারে। কিন্তু এই রেশম খুবই ভঙ্গুর।

মাকড়সার জিন রেশম উৎপাদনকারী পোকার মধ্যে প্রতিস্থাপনের মাধ্যমে শক্ত রেশমের বাণিজ্যিক উৎপাদনের চেষ্টা হয়েছে বহুবার। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে মাকড়সার রেশম উৎপাদন এখনও সম্ভব হয়নি।

অধ্যাপক ডন জারভিসের নেতৃত্বে গবেষক দল দাবি করছে, তারা এমন ধরনের জিএম (জেনেটিক্যালি মোডিফাইড) পোকা সৃষ্টি করেছেন যা মাকড়সার মতো শক্ত রেশম উৎপাদন করতে পারে এবং অনেক বেশি পরিমাণে।

অনেকে একে মাকড়সার রেশমের বাণিজ্যিক উৎপাদনের পথে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন।

এই ধরমের রেশমের গুরুত্বপূর্ণ ব্যবহার হবে চিকিৎসার কাজে। ক্ষতস্থান সেলাইয়ের শক্ত সুতা, অঙ্গ প্রতিস্থাপন এবং লিগামেন্ট প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা যাবে এই রেশম সুতা।

এছাড়াও এই জিএম মাকড়সা রেশম শক্ত প্লাস্টিকের জায়গায় পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে।

No comments

Powered by Blogger.