‘নির্ধারিত সময়ের আগেই কামারুজ্জামানকে ফাঁসি দেয়া হতে পারে’
নির্ধারিত সময়ের আগেই ফাঁসি দেয়া হতে পারে
বলে পরিবারের সদস্যদের জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল
মুহাম্মদ কামারুজ্জামান। তবে তিনি বিচলতি নন জানিয়ে পরিবারের সদস্যদেরও
চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা করার কথা বলেছেন। সকালে তার সাক্ষাৎ করে
এসে কামারুজ্জামানকে উদ্বৃত করে তার বড় ছেলে ইকবাল হাসান ওয়ামী এসব কথা
বলেন। তিনি জানান, রায় প্রসঙ্গে কামারুজ্জামান বলেছেন, আমি কোন অপরাধী নই।
প্রমাণের ভিত্তিতে নয়, রূপকথার ভিত্তিতে রায় দেয়া হয়েছে। এটি একটি রূপকথার
গল্প। এটি ন্যায়ভ্রষ্ট রায়। আমার ওপর যারা জুলুম করেছে তাদের বিচার একদিন
হবেই। কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা জানতে
চাইলে ওয়ামী বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে
পেলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কামারুজ্জামান সুস্থ আছেন বলেও জানান
ছেলে ওয়ামী। পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়ে কামারুজ্জামানের আইনজীবী
এডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেন, এটি তাদের নিয়মিত সাক্ষাৎ। কারা
কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের জন্য ডাকেনি। বুধবার সকাল ১০টায় কারা
কর্তৃপক্ষের অনুমতি পেয়ে কামারুজ্জামানের পরিবারের ৯ সদস্য জেলের ভেতরে
যান। এ সময় তারা কামারুজ্জামানের সঙ্গে প্রায় পৌনে একঘণ্টা সময় কাটান।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন স্ত্রী নুরুন্নাহার, চার ছেলে, ভাই ও এক
মেয়ে। এর আগে ফাঁসির দ-প্রাপ্ত আসামি কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য
কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার। মঙ্গলবার দুপুরে
কামারুজ্জামানকে কাশিরপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর
করা হয়।
No comments