জাতিসংঘের হুমকিতে ক্ষমতা ছাড়ছে সেনা
বারকিনা ফাসোর সামরিক শাসকরা যদি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেয় তবে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে। রোববার এক বিক্ষোভ সমাবেশে সেনাবাহিনী গুলি চালানোর পর সে দেশের শাসকদের এই হুমকি দিয়েছে জাতিসংঘ। শনিবার গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইসাক জিদাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। বারকিনা ফাসোর বিরোধী দল এবং সিভিল সোসাইটি সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করে। তারা সরকারি টিভি স্টেশন এবং রাজধানীর প্রধান সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় সৈন্যরা।
এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পশ্চিম আফ্রিকার জাতিসংঘ দূত মোহাম্মদ ইবন চামবাস রোববার বারকিনা ফাসোর সেনাশাসকদের প্রতি ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানান। তার এ দাবি উপেক্ষা করা হলে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছিল। রোববার জাতিসংঘের চাপের মুখে বারকিনা ফাসোর সেনাশাসকরা বলেছেন, দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তারা ক্ষমতা থেকে সরে দাঁড়াবে। এদিকে সেনাশাসন প্রত্যাহারে জাতিসংঘের আহ্বান ও দেশটির বিরোধী দলগুলোর সেনাশাসনবিরোধী অবস্থানের পর রোববার বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সেনাবাহিনী।
No comments