ছিনতাইকারী কেড়ে নিলো রিপার প্রাণ
চোখের পলকে সবকিছু ঘটে গেল। সাতসকালে
রিকশায় যাচ্ছিলেন আয়শা আক্তার রিপা (২৭)। হঠাৎ বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে
রিকশাটির গতি কমিয়ে দিলো। কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়ি থেকে এক
দুর্বৃত্ত হাত বের করে রিপার ভ্যানেটি ব্যাগটিতে ছোঁ মারে। হকচকিত রিতা
শক্ত হাতে ধরে রাখলেন ব্যাগটি। মুহূর্তে হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে
গেলেন রিপা। তবুও তার হাতে ধরা রইল ব্যাগটি। দুর্বৃত্তরাও ব্যাগটি কেড়ে
নিতে মরিয়া। চলন্ত গাড়ি টেনেহিঁচড়ে নিয়ে চলে তাকে। একপর্যায়ে হাত থেকে
ব্যাগটি ছুটে যায়। দুর্বৃৃত্তরাও চলে যায়। কিন্তু রিপা আর বাসায় ফিরতে
পারেননি। প্রাণ গেল তার! মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল
রাজধানীর সোবহানবাগে রাপা প্লাজার সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রিপা গত ২৪ অক্টোবর তার কয়েক বন্ধুর সাথে বান্দরবানে বেড়াতে যান। গতকাল সকাল সাড়ে ৬টায় বান্দরবান থেকে তারা ঢাকা পৌঁছে পান্থপথের শ্যামলী বাস কাউন্টারে নামেন। সেখান থেকে এক বন্ধুর সাথে রিকশায় করে লালমাটিয়ার বাসার উদ্দেশে যাচ্ছিলেন রিপা। রিকশাটি সোবহানবাগ মসজিদসংলগ্ন রাপা প্লাজার সামনে পৌঁছামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস এসে রিকশার পাশে থামে। ওই গাড়ির ভেতর থেকে দুর্বৃত্তরা তার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। রিপা ব্যাগটি শক্ত করে ধরে রাখায় রিকশা থেকে নিচে পড়ে যান। এ সময় দুর্বৃত্তদের চলন্ত গাড়ি তাকে কিছুদূর হেঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে ব্যাগটি ছেড়ে দিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন রিপা। সঙ্গী বন্ধু অচেতন অবস্থায় রিপাকে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ রিপার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সেখানে পোস্টমর্টেম শেষে রিপার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রিপার ভগ্নিপতি মুকুল জানান, রিপার স্বামীর নাম শিমুল। রায়সা নামে তাদের সাত বছরের এক মেয়ে রয়েছে। রায়সা লালমাটিয়ায় একটি কেজি স্কুলে পড়ছে। মোহাম্মদপুরের লালমাটিয়ার এ-ব্লকে তাদের বাসা। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়।
No comments