‘অবাঞ্ছিত’ ঘোষণাকারীরা বেয়াদব
শহীদ মিনারে বিশিষ্ট ব্যক্তিদের ‘অবাঞ্ছিত’ ঘোষণাকারীদের বেয়াদব আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেছেন, কে কাকে অবাঞ্ছিত করছে? এ ক্ষমতা কে দিয়েছে তাদেরকে? সরকার যদি না দিয়ে থাকে; সরকার ঘোষণা করুক, এদেরকে আমরা এভাবে বেয়াদব বানাইনি। এমন ঘোষণা যারা দিয়েছে তাদের মানুষ হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐক্যবদ্ধ ছাত্রসমাজ-জাতীয় প্রেস ক্লাবে ‘কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আসম রব বলেন, মরদেহ শহীদ মিনারে নিয়ে যেতে দেবে না। ভিসি তা এড়িয়ে গেছেন। দেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। ১৫ই আগস্টের ঘটনার আগের দিনও কিছু জানতাম না আমরা। চট্টগ্রামে সার্কিট হাউজের ঘটনার আগের দিনও কিছু ধারণা করা যায়নি। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র ঢুকছে। বিসিএস পরীক্ষায় দলীয়করণ হচ্ছে। এমনকি কেন্দ্রীয় শহীদ মিনার একটি দলের কাছে দখল হয়ে গেছে। কারণ দেশে কোন গণতন্ত্র নেই।
No comments