চীনকে ভারতের বাধা
অরুণাচল প্রদেশ সীমান্তে সড়ক নির্মাণে চীনকে বাধা দিয়েছে ভারত। সম্প্রতি প্রদেশটির দুই দেশের সীমান্তবর্তী আশাপিলা এলাকায় চীনা সেনার রাস্তা মেরামত ও নতুন একটি পথ নির্মাণ করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। লাইন অব কন্ট্রোল নিয়ে দুই দেশের চলমান উত্তপ্ত বাক্যবিনিময়ের পরই এ ঘটনা ঘটল।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। ভারত ও চীনের মধ্যে অরুণাচল প্রদেশের ৪ হাজার ৫৭ কিলোমিটার দীর্ঘ লাইন অব কন্ট্রোল নিয়ে স্নায়ু যুদ্ধ অব্যাহত রয়েছে। এদিকে, অরুণাচলে চীনা সেনাদেরকে ভারতীয় সেনাদের বাধা প্রদানে কোনো উত্তেজনা কিংবা গুলিবিনিময়ের ঘটনা ঘটেনি। এর আগে গত মাসে পূর্বের লাদাখে চুমার ও ডেনচখ এলাকায় মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল দুই দেশের সেনারা। সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরে আশাপিলা এলাকায় চীনা সৈনিকদের তৎপরতা বেড়ে গেছে। সূত্র জানায়, আশাপিলা এলাকায় ২৪৪৫ পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণ করতে চেয়েছিল চীনা সেনারা। আর এ জন্য তারা প্রয়োজনীয় গাড়ি ও সরঞ্জাম নিয়ে এসেছিল। তখন আমাদের (ভারত) সেনারা তাদের থামিয়ে দেয়। টাইমস অব ইন্ডিয়া। ভারতের সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানায়, পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গাড়ি রাস্তা মেরামতের সরঞ্জাম নিয়ে ২৪৪৫ পয়েন্ট এলাকায় পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, ‘ভূখণ্ডের ব্যাপারে চীনের সঙ্গে কোনো আপস চলবে না।’ গত এক সপ্তাহ ধরে অরুণাচল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী ৮ থেকে দশটি স্থানের নিজেদের ভূমি দাবি করে আসছে দুই দেশই।
No comments