১২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক লুট
ভারতের হরিয়ানা রাজ্যে দুষ্কৃৃতকারীরা ১২৫
ফুট গর্ত খুঁড়ে ব্যাংক লুট করেছে। সরকারি ব্যাংকটি থেকে প্রায় আট কোটি
রুপি মূল্যমানের সোনার গয়না লুট করে তারা। সোমবার রাজ্যের রাজধানী চন্ডিগড়
থেকে ২০০ কিলোমিটার দূরের সোনপট অঞ্চলে এ ঘটনা ঘটে। এটাকে সাম্প্রতিক সময়ে
ভারতের অন্যতম বড় চৌর্যবৃত্তি হিসেবে অভিহিত করা হচ্ছে। ব্যাংক ম্যানেজার
জানান, ওই ব্যাংকের বাইরে থেকে ১২৫ ফুট গর্ত খুঁড়ে ব্যাংকের ভেতর ঢোকে
দুষ্কৃতকারীরা। এরপর ৩০০টি লকারের ৯০টি ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে।
কর্তৃপক্ষ জানায়, ব্যাংক থেকে মোট ৮০ কেজি স্বর্ণ চুরি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি ব্যাংকের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ব্যাংকটি থেকে প্রায় ১০০ ফুট দূরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তারা সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। এক মাসেরও বেশি সময় ধরে তারা এই কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, ২০০৭ সালে কেরালা রাজ্যের একটি ব্যাংকে একই পদ্ধতিতে চুরি হয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।
No comments