ড্রোন হামলা একেবারেই অগ্রহণযোগ্য : নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
আবারও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলা
অবশ্যই বন্ধ করতে হবে। গত শনিবার এক বিবৃতিতে তিনি এ হামলাকে 'একেবারেই
অগ্রহণযোগ্য' বলেছেন।
প্রতিবেশী আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারে তাঁর সরকার সহায়তা করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
নওয়াজ বলেন, 'ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ হামলা অবশ্যই বন্ধ করতে হবে। আমরা এর আগেও এর বিরোধিতা করেছি। এটি একেবারেই অগ্রহণযোগ্য।'
আফগানিস্তান প্রসঙ্গে নওয়াজ শরীফ বলেন, 'সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ব্যাপারে সহায়তা করতে পাকিস্তান প্রস্তুত।' আফগানিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী এখন নিজেরাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় পাকিস্তানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়। হামলার নিন্দা জানিয়ে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স রিচার্ড হগল্যান্ডকে তলব করেন। এর আগে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নওয়াজ ড্রোন হামলা বন্ধের আহবান জানান। নির্বাচনের আগেও তাঁর বক্তব্যে ড্রোনবিরোধী মনোভাব প্রকাশ পায়।
পুলিশসহ নিহত ছয় : করাচির পাটেল পারা এলাকায় গতকাল রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হন। পুলিশের টহলরত একটি গাড়িতে এ হামলা চালানো হয়। পুলিশ একে পরিকল্পিত হামলা বলেছে।
উত্তর ওয়াজিরিস্তানে এই দিন আরেকটি হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে দসালি তেহসিল এলাকার এশা রোডে এ হামলা চালানো হয়। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। সূত্র : ডন।
নওয়াজ বলেন, 'ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ হামলা অবশ্যই বন্ধ করতে হবে। আমরা এর আগেও এর বিরোধিতা করেছি। এটি একেবারেই অগ্রহণযোগ্য।'
আফগানিস্তান প্রসঙ্গে নওয়াজ শরীফ বলেন, 'সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ব্যাপারে সহায়তা করতে পাকিস্তান প্রস্তুত।' আফগানিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী এখন নিজেরাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় পাকিস্তানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়। হামলার নিন্দা জানিয়ে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স রিচার্ড হগল্যান্ডকে তলব করেন। এর আগে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নওয়াজ ড্রোন হামলা বন্ধের আহবান জানান। নির্বাচনের আগেও তাঁর বক্তব্যে ড্রোনবিরোধী মনোভাব প্রকাশ পায়।
পুলিশসহ নিহত ছয় : করাচির পাটেল পারা এলাকায় গতকাল রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হন। পুলিশের টহলরত একটি গাড়িতে এ হামলা চালানো হয়। পুলিশ একে পরিকল্পিত হামলা বলেছে।
উত্তর ওয়াজিরিস্তানে এই দিন আরেকটি হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে দসালি তেহসিল এলাকার এশা রোডে এ হামলা চালানো হয়। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। সূত্র : ডন।
No comments