ঢাকায় হেফাজতের কর্মসূচি ক্ষয়ক্ষতি মেরামতে ৩ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ হচ্ছে
গত ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের
কর্মসূচির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষয়ক্ষতি মেরামতে জরুরি
ভিত্তিতে তিন কোটি ৩৩ লাখ সাত হাজার টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
গতকাল রোববার সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
হেফাজতের কর্মসূচিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সাধনা হালদারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিজয়নগর, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ছোট, বড় ও মাঝারি আকারের এক হাজার ২৫৫টি গাছ কাটা, তিন হাজার মিটার ফুটপাত, দুই হাজার ৮০০ মিটার কার্বস্টোন, এক হাজার ৫৫ বর্গমিটার গ্রিল, দুই হাজার ৪৩৯ বর্গমিটার কাঁটাতারের বেড়া, তিন হাজার ৫৪০ বর্গমিটার রাস্তা, আটটি ট্রাফিক সিগন্যাল ও বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন করা হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সম্প্রতি কতিপয় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া নতুন করে কোনো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিকে নিবন্ধন দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে সংসদের কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাসানুল হক ইনু জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত মোট পদের সংখ্যা ৮৩৭টি। এর মধ্যে ৩৮৭টি পদ শূন্য রয়েছে। মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০৪ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকা ব্যয় হয়েছে। তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে উন্নতমানের পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের আছে।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
হেফাজতের কর্মসূচিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সাধনা হালদারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিজয়নগর, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ছোট, বড় ও মাঝারি আকারের এক হাজার ২৫৫টি গাছ কাটা, তিন হাজার মিটার ফুটপাত, দুই হাজার ৮০০ মিটার কার্বস্টোন, এক হাজার ৫৫ বর্গমিটার গ্রিল, দুই হাজার ৪৩৯ বর্গমিটার কাঁটাতারের বেড়া, তিন হাজার ৫৪০ বর্গমিটার রাস্তা, আটটি ট্রাফিক সিগন্যাল ও বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন করা হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সম্প্রতি কতিপয় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া নতুন করে কোনো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিকে নিবন্ধন দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে সংসদের কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাসানুল হক ইনু জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত মোট পদের সংখ্যা ৮৩৭টি। এর মধ্যে ৩৮৭টি পদ শূন্য রয়েছে। মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০৪ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকা ব্যয় হয়েছে। তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে উন্নতমানের পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের আছে।
No comments