২৪ জুন পবিত্র শবেবরাত
আগামী ২৪ জুন সোমবার রাতে পবিত্র শবেবরাত
পালিত হবে। গতকাল রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক
ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া
হয়।
সভার সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল
আউয়াল চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের জানান, গতকাল রাতে দেশের
আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার থেকে
শাবান মাস গণনা শুরু হবে।
সচিব জানান, সে হিসাবে আগামী ২৪ জুন সোমবার দিবাগত রাতে শবেবরাত বা লাইলাতুল বরাত পালিত হবে। বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গির আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলমসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
সচিব জানান, সে হিসাবে আগামী ২৪ জুন সোমবার দিবাগত রাতে শবেবরাত বা লাইলাতুল বরাত পালিত হবে। বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গির আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলমসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
No comments