এক্সিম ব্যাংক জাতীয় হ্যান্ডবলে টানা ১৭ বার চ্যাম্পিয়ন হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ৩১-২৬ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। জয়ী দলের সুধন বড়ুয়া ৯টি, ইমদাদুল ৬টি ও কামেল ৫টি গোল করেন।
No comments