বিজয় দিবসের খেলা
ভলিবল
কেএফসি পিৎজাহাট বিজয় দিবস ভলিবলে কাল বর্ডার গার্ড বাংলাদেশ ৩-০ সেটে বাংলাদেশ জেলকে, পুলিশ ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে, তিতাস ক্লাব ৩-০ সেটে বিমানবাহিনীকে হারিয়েছে।
টেনিসকেএফসি পিৎজাহাট বিজয় দিবস ভলিবলে কাল বর্ডার গার্ড বাংলাদেশ ৩-০ সেটে বাংলাদেশ জেলকে, পুলিশ ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে, তিতাস ক্লাব ৩-০ সেটে বিমানবাহিনীকে হারিয়েছে।
পুরুষদের বিভাগে দ্বিমুকুট জিতেছেন অমল রায়। এককে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বৈতে রঞ্জন রামকে নিয়ে জুটি গড়ে চ্যাম্পিয়ন হন। মহিলা এককে চ্যাম্পিয়ন শারমিন আলম, মহিলা দ্বৈতে ঈশিতা আফরোজ ও আয়েশা সুলতানা। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন শারমিন আলম ও সজীব পাশি। নওগাঁ আন্তক্লাব দ্বৈতে চ্যাম্পিয়ন ইদ্রিস ও আবু রেজা।
No comments