বিজয় দিবসের খেলা

ভলিবল
কেএফসি পিৎজাহাট বিজয় দিবস ভলিবলে কাল বর্ডার গার্ড বাংলাদেশ ৩-০ সেটে বাংলাদেশ জেলকে, পুলিশ ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে, তিতাস ক্লাব ৩-০ সেটে বিমানবাহিনীকে হারিয়েছে।
টেনিস
পুরুষদের বিভাগে দ্বিমুকুট জিতেছেন অমল রায়। এককে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বৈতে রঞ্জন রামকে নিয়ে জুটি গড়ে চ্যাম্পিয়ন হন। মহিলা এককে চ্যাম্পিয়ন শারমিন আলম, মহিলা দ্বৈতে ঈশিতা আফরোজ ও আয়েশা সুলতানা। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন শারমিন আলম ও সজীব পাশি। নওগাঁ আন্তক্লাব দ্বৈতে চ্যাম্পিয়ন ইদ্রিস ও আবু রেজা।

No comments

Powered by Blogger.