দাওয়াত না দেওয়ায়...

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা। জাতীয় যুব দিবসের শোভাযাত্রার জন্য সবাই প্রস্তুত। এমন সময় ঘটনাস্থলে হাজির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাঁদের ঘোষণা, ছাত্রলীগ-যুবলীগকে দাওয়াত দেওয়া হয়নি, তাই কোনো অনুষ্ঠান হবে না।


এরপর ঘটনাস্থল ছাড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফরিদপুরের মধুখালী উপজেলা কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। পরে অবশ্য শোভাযাত্রা হয়েছে। তবে তাতে আর অংশ নেননি ইউএনও।
উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘তারা আমাদেরই (আওয়ামী লীগ) লোক, ছাত্রলীগ-যুবলীগেরই কর্মী।’ তবে ইউএনও মিরাজুল দাবি করেন, তিনি শোভাযাত্রা বর্জন করেননি। তিনি বলেন, ‘শোভাযাত্রা শুরুর আগে কয়েক ব্যক্তি দাওয়াত না পাওয়ার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেন। আমি সেই অভিযোগ যাচাই করতে কার্যালয়ে যাই। কক্ষ থেকে বের হয়ে দেখি, শোভাযাত্রাটি বের হয়ে গেছে। তাই আমি তাতে যোগ দিতে পারিনি।’

No comments

Powered by Blogger.