গেমস- যুদ্ধ যুদ্ধ খেলা by সুমন পাটওয়ারী
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা...। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইকে যুদ্ধ না বলে উপায় আছে! বিভিন্ন দেশের ওপর মিথ্যা যুদ্ধ চাপানোর প্রতিবাদে উত্তাল সারা বিশ্ব। আর সেই প্রতিবাদের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে কম্পিউটার গেমস ‘কমব্যাট মিশন: শক ফোর্স’।
যুদ্ধের এই ভয়াল থাবা থেকে দেশগুলোকে উদ্ধার করাই গেমারের কাজ। ভবিষ্যতের প্রেক্ষাপটে আধুনিক সব অস্ত্র নিয়ে গেমারকে নিজের সেনাদল নিয়ে চলতে হবে এবং শত্রুসেনাদের ধ্বংস করতে করতে এগিয়ে যেতে হবে। এটি খেলতে যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তার জন্য প্রথমে রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা। এরপর শুধু শত্রু মারার জন্য এগিয়ে চলা।
এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। মাঝেমধ্যে কৌশল পরিবর্তন করে বিভ্রান্ত করতে হবে শত্রুদের। আর প্রতি পদক্ষেপে রয়েছে মৃত্যুর আশঙ্কা। তাই প্রতি পদক্ষেপে ভেবেচিন্তে এগোতে হবে। গেমের গ্রাফিকসের তুলনায় শব্দ উন্নতমানের। ভালো সাউন্ডকার্ড ও স্পিকার থাকলে গেমাররা পরিপূর্ণভাবে এর শব্দ আবহ উপভোগ করতে পারবেন।
সুতরাং, ভালো নেতা হলে এখনই বসে পড়ুন কম্পিউটারের সামনে। এগিয়ে নিয়ে যান নিজের বাহিনীকে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ৫ গিগাবাইট খালি জায়গা
এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। মাঝেমধ্যে কৌশল পরিবর্তন করে বিভ্রান্ত করতে হবে শত্রুদের। আর প্রতি পদক্ষেপে রয়েছে মৃত্যুর আশঙ্কা। তাই প্রতি পদক্ষেপে ভেবেচিন্তে এগোতে হবে। গেমের গ্রাফিকসের তুলনায় শব্দ উন্নতমানের। ভালো সাউন্ডকার্ড ও স্পিকার থাকলে গেমাররা পরিপূর্ণভাবে এর শব্দ আবহ উপভোগ করতে পারবেন।
সুতরাং, ভালো নেতা হলে এখনই বসে পড়ুন কম্পিউটারের সামনে। এগিয়ে নিয়ে যান নিজের বাহিনীকে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ৫ গিগাবাইট খালি জায়গা
No comments