নারায়ণগঞ্জে বেকারি ও রেস্তোরাঁকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন এবং বাসি খাবার রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের একটি ফাস্টফুডের দোকান, একটি বেকারি ও একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। তিনি সাংবাদিকদের জানান, বাসি পাউরুটি রাখা ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে নগরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ক্যাবওয়ে নামের ফাস্টফুডের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার অভিযোগে একই এলাকায় অবস্থিত মেনিন-২০০০ চায়নিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও কেক তৈরির অভিযোগে সুগন্ধা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

No comments

Powered by Blogger.