প্রধানমন্ত্রীর কার্যালয়ে রদবদল হচ্ছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা পদে বেশ কিছু পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নজরুল ইসলাম খানকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মালেক।


নজরুল ইসলাম খান আট মাস আগে সচিব হিসেবে পদোন্নতি পেলেও অতিরিক্ত সচিব মর্যাদার প্রধানমন্ত্রীর পিএস হিসেবে কর্মরত ছিলেন। মহাজোট সরকারের শুরু থেকেই তিনি এ পদে কর্মরত।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) খাইরুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ পদে যোগদান করছেন খুলনার জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমদ।
অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ বিভাগে ফেরত পাঠানো হচ্ছে। এ কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়ে এডিশনাল এসপি হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এডিসি জিয়াউল কবির স্কোয়াড্রন লিডার পদ থেকে পদোন্নতি পাওয়ায় সশস্ত্র বাহিনীতে ফেরত যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করবে বলে জানা গেছে।
জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার গতকাল মঙ্গলবার রাতে কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর পিএস নজরুল ইসলাম খানের বিষয়টি আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

No comments

Powered by Blogger.