পরিবার হতাশ, প্রশাসন ও দল কিছুই জানাচ্ছে না-অপহূত আওয়ামী লীগ নেতার খোঁজ নেই
অপহরণের নয় দিন পরও আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার কোনো খোঁজ মেলেনি। তাঁকে উদ্ধার-তৎপরতার ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। অবশ্য প্রশাসন জানিয়েছে, পুলিশ ও সেনাবাহিনী সম্ভাব্য এলাকাগুলোতে টহল অব্যাহত রেখেছে।
অপরদিকে এ পর্যন্ত কোনো দল অনিলের অপহরণের দায়িত্ব স্বীকার করেনি বলে জানা গেছে।১০ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলার আইনশৃঙ্খলা সভায় যোগদানের উদ্দেশ্যে রাঙামাটি শহরে আসছিলেন। সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি-কাপ্তাই সড়কের বগাছড়া সেতু এলাকায় অটোরিকশা থামিয়ে একদল সশস্ত্র আদিবাসী যুবক অনিলকে অপহরণ করে। ঘটনার পরপরই রাঙামাটি শহরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তবে এ পর্যন্ত কোনো কর্মসূচি দেননি।
এদিকে অনিলের পরিবার সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে অনিলের খোঁজ নেওয়া হচ্ছে। তবে কোন দল বা কারা এ অপহরণের ঘটনায় জড়িত, তা কেউ স্বীকার করছে না। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও অনিলের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গতকাল বুধবার অপহূত অনিল তঞ্চঙ্গ্যার বড় ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা হতাশা ব্যক্ত করে জানান, তাঁরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিচ্ছেন। অনেকের সঙ্গে যোগাযোগ করছেন। তবে কেউ অপহরণের বিষয়টি স্বীকার করছে না। প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও তাঁদের কিছুই জানানো হচ্ছে না। ঝন্টু তঞ্চঙ্গ্যা জানান, উদ্ধার অভিযান চালানো হলে হিতে বিপরীত হতে পারে বলে প্রশাসন জানিয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, অনিলকে উদ্ধারে কিছু ব্যক্তিকে সামাজিকভাবে প্রচেষ্টা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁরা এখনো কোনো খোঁজ দিতে পারেননি।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান জানান, বলার মতো কোনো খোঁজখবর এখনো তাঁরা পাননি। তবে সম্ভাব্য এলাকাগুলোতে সড়ক ও নৌপথে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি এবং টহল জোরদার করা হয়েছে।
এদিকে অনিলের পরিবার সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে অনিলের খোঁজ নেওয়া হচ্ছে। তবে কোন দল বা কারা এ অপহরণের ঘটনায় জড়িত, তা কেউ স্বীকার করছে না। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও অনিলের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গতকাল বুধবার অপহূত অনিল তঞ্চঙ্গ্যার বড় ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা হতাশা ব্যক্ত করে জানান, তাঁরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিচ্ছেন। অনেকের সঙ্গে যোগাযোগ করছেন। তবে কেউ অপহরণের বিষয়টি স্বীকার করছে না। প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও তাঁদের কিছুই জানানো হচ্ছে না। ঝন্টু তঞ্চঙ্গ্যা জানান, উদ্ধার অভিযান চালানো হলে হিতে বিপরীত হতে পারে বলে প্রশাসন জানিয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, অনিলকে উদ্ধারে কিছু ব্যক্তিকে সামাজিকভাবে প্রচেষ্টা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁরা এখনো কোনো খোঁজ দিতে পারেননি।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান জানান, বলার মতো কোনো খোঁজখবর এখনো তাঁরা পাননি। তবে সম্ভাব্য এলাকাগুলোতে সড়ক ও নৌপথে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি এবং টহল জোরদার করা হয়েছে।
No comments