মিয়ানমারে উপনির্বাচনের লড়াইয়ে নামলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গতকাল বুধবার প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সূত্রে এ কথা জানা গেছে। পার্লামেন্টের সদস্যরা মন্ত্রিসভায় যোগ দেওয়ার ফলে ৪৮টি আসন শূন্য হয়েছে। এসব আসনে উপনির্বাচন হবে। আগামী ১ এপ্রিল ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নির্বাচনী এলাকা কাওহমুতে অনুষ্ঠেয় উপনির্বাচনে লড়বেন সু চি।
২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে ওই এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়। এনএলডির জ্যেষ্ঠ নেতা উইন হতেইন বলেন, সু চি এনএলডির প্রথম নেতা, যিনি উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করালেন। পার্লামেন্টের নিম্নকক্ষের উপনির্বাচনে তিনি লড়ছেন।
নতুন বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের ব্যবধানে কয়েকটি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় উপনির্বাচনে সু চিকে অংশ নিতে দেওয়ার বিষয়টিকে আরেকটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে ২০১০ সালের নভেম্বরে মুক্তি পান তিনি।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচন বর্জন করায় এনএলডি বৈধ রাজনৈতিক দলের মর্যাদা হারায়। পরে সু চির দলকে বাদ দিয়েই নির্বাচনের আয়োজন করে তৎকালীন সামরিক জান্তা। নির্বাচনে জান্তা-সমর্থিত দল বিশাল জয়লাভের কথা দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি। এর জের ধরে নতুন সরকার আন্তর্জাতিক অবরোধের মুখে পড়ে। এএফপি।
No comments