ফিরে দেখাঃ অসকার ওয়াইল্ড by ইমরান রহমান
বিখ্যাত আইরিশ নাট্যকার, কবি ও লেখক অসকার ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ অক্টোবর ডাবলিনে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম অস্কার ফিঙ্গাল ও ফ্লেহারটি উইলস ওয়াইল্ড। অসাধারণ সৃজনশীল এই সাহিত্যিক ভিক্টোরীয় যুগের শেষভাগে নিজেকে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। দি ইমপর্টেন্স অব হিজ বিং আর্নেসল্ট তার বিখ্যাত নাটক। স্যার উইলিয়াম ওয়াইল্ড এবং জানে ফদ্ধাঁসেসক্ট ওয়াইল্ডের ঘরে অসকার ছিলেন দ্বিতীয় সন্তান।
অসকারের বাবা ছিলেন আয়ারল্যান্ডের নামকরা চিকিত্সক। ৯ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অসকার বাড়িতেই পড়াশোনা করেন। অতঃপর ফার্মেনাগের পোর্টরা রয়েল স্কুলে ভর্তি হন। এখানে পাঠ চুকিয়ে ডাবলিনের ট্রিনিটি কলেজে অসকার পড়াশোনা করেন ১৮৭১ থেকে ১৮৭৪ সাল পর্যন্ত। অসাধারণ মেধার পরিচয় দিয়ে অসকার এখান থেকে বার্কলে গোল্ড মেডেল পান। পরবর্তী সময়ে স্কলারশিপ নিয়ে অক্সফোর্ডের মাগডালেন কলেজে ভর্তি হন এবং চলমান নান্দনিক আন্দোলনে যোগ দেন। মাগডালেনে থাকাকালীন ‘র্যাভেনা’ কবিতাটির জন্য তিনি নিউডিগেট পুরস্কার লাভ করেন। ধনাঢ্য পরিবারের কন্যা কন্সটান্স লায়ডকে বিয়ে করেন অসকার।অসামান্য প্রতিভাধর অসকারের জীবনেও পতন সূচিত হয় তার নৈতিক স্খলনের কারণে। একই কারণে তাকে দু’বছর জেলও খাটতে হয়। ১৯০০ সালের ৩০ নভেম্বর তার মৃত্যু হয় প্যারিসে।
No comments