ড্রোন হামলা-পাকিস্তানকে সিআইএর গোপন ছাড়
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক ঠিক করতে ওয়াশিংটন নতুন পদক্ষেপ নিয়েছে। সম্পর্ক ঠিক করতে তারা গোপনে ছাড় দিচ্ছে ইসলামাবাদকে। এর অংশ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালানোর নিয়ম-নীতি আরো কঠোর করেছে তারা। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।ড্রোন হামলা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন চলছে। সীমান্তে আদিবাসী অধ্যুষিত এলাকায় হামলা বন্ধের দাবি জানিয়েছে পাকিস্তান।
এর পরিপ্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করছেন। নতুন পদক্ষেপ দুই দেশের সম্পর্কোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ড্রোন হামলার নিয়ম পরিবর্তন করেছে। সিআইএ আগের মতো নির্বিচারে ড্রোন হামলা চালাবে না। নির্দিষ্ট এলাকায় তারা হামলা চালাবে। আর ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুযোগ করে দিয়েছে সিআইএ। এ ছাড়া অভিযান চালানোর আগে তারা পাকিস্তানকে বিষয়টি জানাবে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সিআইএ ড্রোন হামলার নিয়ম-নীতি পরিবর্তন করেছে_এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ড্রোন হামলার নিয়ম-নীতি পরিবর্তন নিয়ে ওবামা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কর্মকর্তার মতে সিআইএ তাদের কার্যক্রমে কূটনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে। অন্যদের মতে, কূটনীতিকদের কথার স্বাভাবিক প্রভাবই পড়েছে তাদের ওপর। সূত্র : জিনিউজ।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ড্রোন হামলার নিয়ম পরিবর্তন করেছে। সিআইএ আগের মতো নির্বিচারে ড্রোন হামলা চালাবে না। নির্দিষ্ট এলাকায় তারা হামলা চালাবে। আর ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুযোগ করে দিয়েছে সিআইএ। এ ছাড়া অভিযান চালানোর আগে তারা পাকিস্তানকে বিষয়টি জানাবে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সিআইএ ড্রোন হামলার নিয়ম-নীতি পরিবর্তন করেছে_এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ড্রোন হামলার নিয়ম-নীতি পরিবর্তন নিয়ে ওবামা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কর্মকর্তার মতে সিআইএ তাদের কার্যক্রমে কূটনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে। অন্যদের মতে, কূটনীতিকদের কথার স্বাভাবিক প্রভাবই পড়েছে তাদের ওপর। সূত্র : জিনিউজ।
No comments