কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে সতর্কবাণী

খেয়ালখুশিমতো কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে আমেরিকায় 'হ্যালোইন' উৎসবে তরুণীরা রঙিন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে উৎসাহী হন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে চোখের আকৃতি ভীতিকর করে তুলতে তরুণীরা বিভিন্নডিপার্টমেন্টাল স্টোর থেকে রঙিন কন্ট্যাক্ট লেন্স কিনে থাকেন এবং সেগুলো চোখে লাগিয়ে উৎসবে যোগ দেন। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন এক সতর্কবার্তায় বলেছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে চোখের ব্যাপক ক্ষতি হতে পারে।


এভাবে চোখের মতো স্পর্শকাতর দৈহিক অঙ্গের জন্য অবৈধভাবে কন্ট্যাক্ট লেন্স কেনা মোটেই উচিত নয়। হ্যালোইন উৎসবের সময় লাল, হলুদ, নীলসহ নানা রঙের কন্ট্যাক্ট লেন্স কেনা এবং নির্বিচারে তা চোখে লাগানো হয়। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকের ছাড়পত্র এবং বৈধ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের তৈরি লেন্স ছাড়া এগুলো ব্যবহার করলে চোখে আলসার, কর্নিয়ায় ঘষা লাগা, অক্ষিগোলকের বৈকল্যসহ কেউ দৃষ্টিশক্তিও হারাতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী চিকিৎসকের অনুমতি ছাড়া কেউ এ ধরনের লেন্স বিক্রি করলে ১১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। হ্যালোইন উৎসবের আগে তরুণীরা আইনের তোয়াক্কা না করে বিউটি পার্লার, রেকর্ড ও ভিডিওর দোকান, খোলা সাপ্তাহিক বাজার, সৈকতের অস্থায়ী দোকান বা অনলাইনে অর্ডার দিয়ে প্রয়োজনীয় কন্ট্যাক্ট লেন্স কিনে থাকেন। হ্যালোইন উৎসবের পর চোখের নানা সমস্যা নিয়ে তরুণীদের ডাক্তারের কাছে ছুটে যেতে দেখা যায়। এ কারণে লেন্স ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দ্য মেইল।

No comments

Powered by Blogger.