দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে প্রচারাভিযানে আদভানি
ভারতজুড়ে দুর্নীতিবিরোধী প্রচারাভিযান শুরু করেছেন প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিহার রাজ্যের সরন জেলার সিতাব দিয়ারা গ্রাম থেকে এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। ৩৮ দিনব্যাপী 'জন চেতনা যাত্রা' নামের এ প্রচারাভিযানে ২৪টি রাজ্য সফর করবেন আদভানি।বিজেপির পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী প্রচারাভিযান বলা হলেও বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে নিজেকে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে প্রার্থী হিসেবে তুলে ধরছেন আদভানি।
তবে ৮৪ বছর বয়সি জ্যেষ্ঠ এ নেতা বিশ্লেষকদের এ দাবি অস্বীকার করে বলেন, 'নির্বাচনের সময় কাকে প্রধানমন্ত্রীর প্রার্থী করা হবে, তা দল নির্ধারণ করবে।'
গতকাল রথযাত্রার মাধ্যমে এ প্রচারাভিযান শুরুর আগে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দিকে ইঙ্গিত করে আদভানি সাংবাদিকদের বলেন, 'এ জন্য জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারেও সন্দেহ নেই, সরকারের মধ্যেও একই কারণে ক্ষোভ দানা বেঁধেছে।'
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ ওঠায় বেকায়দায় রয়েছে ইউপিএ সরকার। এর পরিপ্রেক্ষিতে শক্তিশালী দুর্নীতিবিরোধী আইন প্রণয়নেরও চাপ রয়েছে সরকারের ওপর। আদভানি বলেন, এ প্রচারাভিযানে বিদেশে অর্থ পাচারের ব্যাপারটিও জনগণের সামনে তুলে ধরবেন তিনি। পাশাপাশি বিচার বিভাগ ও নির্বাচনী সংস্কারেরও কথা বলবেন আদভানি। নিজেদের পক্ষে জনমত গড়তে সাত হাজার কিলোমিটার দীর্ঘ এ যাত্রা পথে একাধিক জনসমাবেশে বক্তৃতা করবেন তিনি।
তবে আদভানির এ প্রচারাভিযানকে কূটচাল বলে অভিহিত করেছে ক্ষমতাসীন কংগ্রেস। দলটির দাবি, মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করতে বিজেপি এ কর্মসূচি পালন করছে। কংগ্রেসের মুখপাত্র মনিশ তিওয়ারি ইন্ডিয়ান এঙ্প্রেস পত্রিকাকে বলেন, 'এ অভিযানের উদ্দেশ্য হলো ২০১৪ সালের নির্বাচনকে ২০১২ সালে এগিয়ে আনা। তবে এটি কখনোই বাস্তবায়িত হবে না।' সূত্র : বিবিসি, এনডিটিভি।
গতকাল রথযাত্রার মাধ্যমে এ প্রচারাভিযান শুরুর আগে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দিকে ইঙ্গিত করে আদভানি সাংবাদিকদের বলেন, 'এ জন্য জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারেও সন্দেহ নেই, সরকারের মধ্যেও একই কারণে ক্ষোভ দানা বেঁধেছে।'
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ ওঠায় বেকায়দায় রয়েছে ইউপিএ সরকার। এর পরিপ্রেক্ষিতে শক্তিশালী দুর্নীতিবিরোধী আইন প্রণয়নেরও চাপ রয়েছে সরকারের ওপর। আদভানি বলেন, এ প্রচারাভিযানে বিদেশে অর্থ পাচারের ব্যাপারটিও জনগণের সামনে তুলে ধরবেন তিনি। পাশাপাশি বিচার বিভাগ ও নির্বাচনী সংস্কারেরও কথা বলবেন আদভানি। নিজেদের পক্ষে জনমত গড়তে সাত হাজার কিলোমিটার দীর্ঘ এ যাত্রা পথে একাধিক জনসমাবেশে বক্তৃতা করবেন তিনি।
তবে আদভানির এ প্রচারাভিযানকে কূটচাল বলে অভিহিত করেছে ক্ষমতাসীন কংগ্রেস। দলটির দাবি, মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করতে বিজেপি এ কর্মসূচি পালন করছে। কংগ্রেসের মুখপাত্র মনিশ তিওয়ারি ইন্ডিয়ান এঙ্প্রেস পত্রিকাকে বলেন, 'এ অভিযানের উদ্দেশ্য হলো ২০১৪ সালের নির্বাচনকে ২০১২ সালে এগিয়ে আনা। তবে এটি কখনোই বাস্তবায়িত হবে না।' সূত্র : বিবিসি, এনডিটিভি।
No comments